উপস্থাপনায় অপু বিশ্বাস এবারই প্রথম নয়। কিন্তু কিছুটা ব্যতিক্রম আয়োজনেই ফের উপস্থাপনায় ধরা দিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় এ চিত্রনায়িকা।
এবার নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। ‘আড্ডা উইথ অপু বিশ্বাস’- নামের এ অনুষ্ঠানটিতে অপু বিশ্বাসের মুখোমুখি হচ্ছেন, নির্মাতা ও সাংবাদিকরা।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।”
এতদিন যাদের প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছেন এ তারকাকে, এবার তাদেরই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অপু বিশ্বাসের। এমন উল্টোযাত্রা প্রসঙ্গে অপুর ভাষ্য, “এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট।”
মিরপুর ডিওএইচএস এর একটি স্টুডিওতে প্রায় প্রতিদিনই শুটিং হচ্ছে এ ইউটিউব ভিত্তিক অনুষ্ঠানটির। এ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে উপস্থিত হয়েছিলেন, দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের সাংবাদিক মোস্তফা মতিহার। যিনি সাংবাদিক হিসেবে অপুকে প্রশ্ন করেছেন অনেকবারই।
এবার অপু বিশ্বাসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানালেন। বললেন, “আমি খুব অবাক হয়েছি, তার প্রশ্ন, সম্পূরক প্রশ্ন করার ধরন দেখে। মনেই হয়নি এ অপু বিশ্বাস দেশের শীর্ষস্থানীয় একজন নায়িকা। বরং খুব মনোযোগী উপস্থাপক। গঠনমূলক অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। ভালো আলোচনা হয়েছে।”
ইউটিউবে অপু বিশ্বাসের দুইটি চ্যানেল রয়েছে। এর মধ্যে ভেরিফায়েড চ্যানেলটিতেই প্রকাশিত হবে অনুষ্ঠানগুলো। অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম আপন জানান, ইতিমধ্যে পঁচিশটির মতো সাক্ষাৎকার এর চিত্রধারণ সম্পন্ন হয়েছে। আরও পঁচিশটি সাক্ষাৎকার নেবেন অপু বিশ্বাস।
এর আগে ঈদ আনন্দমেলায় উপস্থাপনায় দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে। এবার পুরোদস্তুর উপস্থাপক হিসেবে হাজির হতে যাচ্ছেন অপু।
বললেন, “একটি নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।”