Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

এ আর রহমানের বেজ গিটারিস্ট মোহিনী দে ঘোষণা দিলেন ডিভোর্সের

মোহিনী দে, বেইজ গিটারিস্ট, কলকাতা, এ আর রহমান
২৮ বছর বয়সী মোহিনী দে কাজ করছেন কোক স্টুডিও ইন্ডিয়াতে। বাজিয়েছেন গান বাংলা টিভি চ্যানেলের 'উইন্ড অব চেইঞ্জ' সেশনেও।
[publishpress_authors_box]

অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমানের ২৯ বছরের সংসারের ইতি টানার খবরের কয়েক ঘণ্টা মাঝেই তার মিউজিশিয়ান ট্রুপের বেইজিস্ট মোহিনী দে সামাজিক মাধ্যমে জানালেন নিজের বিবাহ বিচ্ছেদের কথা।

কলকাতার মেয়ে মোহিনী এ আর রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন। পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়ে গেছেন।

পাশাপাশি কোক স্টুডিও ইন্ডিয়াতেও ছিলেন ২৮ বছর বয়সী এই বেইজ গিটারিস্ট।

বুধবার ইনস্টাগ্রামে সাবেক স্বামী সঙ্গীত পরিচালক মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী।

দু’জনের কর্মক্ষেত্র যেহেতু একই বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী।

যৌথ পোস্ট তারা লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব।

“কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।“

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত