Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আশুলিয়ায় লাশ পোড়ানোয় জড়িত অভিযোগে গ্রেপ্তার আরাফাত রিমান্ডে

শুক্রবার আরাফাত হোসেনকে আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
শুক্রবার আরাফাত হোসেনকে আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা শুক্রবার আরাফাতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়।

রাতে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত জামিন আবেদন নাকচ করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউস সানী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেছিলেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ১০ নং আসামি আরাফাত।

মামলার পর ঢাকার আফতাবনগর এলাকা থেকে আরাফাতকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

র‌্যাব বলছে, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে সমালোচনা হয়। গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। পরে আত্মগোপনে চলে যান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে লাশের ওপর কয়েকটি লাশ তোলা হচ্ছে। রাস্তায় পড়ে থাকা লাশগুলো পুলিশ ভ্যানের ওপর তুলছে।

ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে অনেকে জানান এটি আশুলিয়া থানার সামনের ভিডিও। সেখানে এক পুলিশ সদস্যকে দেখা যায়।

পরে জানা যায়, ওই পুলিশ কর্মকর্তা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত