Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

রোনালদোর পাশে গুলের, জয়ে শুরু তুরস্কের

ggg
[publishpress_authors_box]

তুরস্ক ৩ : ১ জর্জিয়া

আরদা গুলের এখনও টিনএজার। ইউরোপের সেরা অনেক ক্লাব ধারে রিয়াল মাদ্রিদের কাছ থেকে চাইছে তাকে। কিন্তু রিয়াল তাকে ছাড়তে রাজ নয়। সেটা কেন, আরও একবার প্রমাণ করলেন তুরস্কের এই তরুণ।

ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। ৬৫ মিনিটে তুরস্কের হয়ে গুলেরের করা দ্বিতীয় গোলটা ছিল চোখ ধাঁধানো। তার ২৫ গজ দূর থেকে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নেওয়া দূরপাল্লার বাঁকানো শটে কিছু করার ছিল না গোলরক্ষকের।

স্কোর বোর্ড ৩-০ দেখালেও জর্জিয়া পাল্লা দিয়ে লড়াই করেছে ম্যাচে। পোস্টে ১৪টা শট নিয়ে ৫টা লক্ষ্যে রেখেছিল তারা। তুরস্ক ২২টা শট নিয়ে লক্ষ্যে রাখে ৮টি। তবে পোস্ট আর ক্রসবার বাঁধা না হলে পয়েন্ট পেতে পারত জর্জিয়া।

২৫ মিনিটে মের্ত মুল্দুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। ফের্দি কাদিওগলুর ক্রস বক্সের বাইরে থেকে মুল্দুরের বুলেট গতির ভলি জালে জড়ায় ওপরের কোণা দিয়ে। ২৭ মিনিটে কেনান ইলদিস বল জালে জড়ালেও ভিএআরে বাতিল হয় তুরস্কের এই গোল।

৩২ মিনিটে সমতা ফেরান জর্জ মিকাউতাদজে। জিওর্জি ককোর‌্যাশভিলির পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে জড়ান তিনি। এরপর ৬৫ মিনিটে গুলেরের সেই অসাধারণ গোলে এগিয়ে যায় তুরস্ক।

তৃতীয় টিনএজার হিসেবে ইউরোয় নিজের প্রথম ম্যাচে গোল পেলেন তিনি। ১৯৬৪ সালে স্পেনের বিপক্ষে হাঙ্গেরির ফেরেঙ্ক বেনে ও ২০০৪ সালে পর্তুগালের হয়ে গ্রিসের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদো গোল করেছিলেন প্রথম ম্যাচে।

৭০ মিনিটে বক্সের ভেতর থেকে ককোর‌্যাশভিলির শট ক্রসবারে লাগলে সমতায় ফেরা হয়নি প্রথমবার ইউরো খেলা জর্জিয়ার। ইনজুরি টাইমে বুদু জিভজিভাদজের শট পোস্টে লাগলে আবারও হতাশ হয় তারা।

উল্টো ইনজুরি টাইমের সপ্তম মিনিটে করিম আকতুরকোগলুর গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে তুরস্ক। জর্জিয়া কর্নার পেলে তুরস্কের বক্সে চলে এসেছিলেন গোলরক্ষকসহ সবাই। সেই কর্নার বিপদমুক্ত করার পর ফাঁকা পোস্টে বল পাঠান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত