ওয়েম্বলিতে অভিষেকেই গোল। তাতে এনদ্রিকে অনেকে দেখেছেন পেলের ছায়া। ব্রাজিলের এই বিস্ময় বালককে বয়স ১৮ বছর হওয়ার আগেই কিনেছে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে ভিনিসিয়ুস-বেলিংহামদের সঙ্গে যোগ দিবেন তিনি। ব্রাজিলের এই বিস্ময় বালক কোপা আমেরিকার আগে সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘ওলে’কে।
লিওনেল মেসি না থাকলে আর্জেন্টিনাকে হারানো সহজ হবে কিনা, তাতে ব্রাজিলের হারানো গৌরব ফিরে পাওয়ার সুযোগ কি তৈরি হবে, এমন প্রশ্নে পরিণত উত্তরই দিলেন এনদ্রিক, ‘‘বিষয়টিকে সেভাবে দেখি না। সব সময়ই বেশ কয়েকজন বড় তারকা ছিল আর্জেন্টিনায় আর কেউই দলকে চ্যাম্পিয়ন করতে পারেনি একা। মেসি ছাড়াও আর্জেন্টিনা যে কোনও টুর্নামেন্টে অন্যতম ফেবারিট। খুব কঠিন হবে তাদের হারানো।’’
কোপা আমেরিকায় ব্রাজিলের সবচেয়ে বড় বাঁধার নাম আর্জেন্টিনা। এনদ্রিকও জানেন সেটা, ‘‘ সব সময় পালমেইরাসকে জেতানোর জন্য খেলেছি আমি। রিয়াল মাদ্রিদ আর ব্রাজিলকেও জেতানোর জন্য মাঠে নামব। আর্জেন্টিনাকে হারাতে হবে ব্রাজিলকে চ্যাম্পিয়ন হতে হলে । আর আর্জেন্টিনার প্রতি সম্মান জানিয়েই বলছি, নিজেদের ওপর বিশ্বাস আছে আমাদের।’’
বিশ্বকাপ বাছাইপর্বটা যাচ্ছেতাইভাবে শুরু হয়েছে ব্রাজিলের। পয়েন্ট টেবিলের ছয় নম্বরেও চলে গিয়েছিল তারা। তবে এটা নিয়ে তেমন উদ্বিগ্ন নন এনদ্রিক, ‘‘পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। গত দুটি বিশ্বকাপ বাছাইয়েও সংশয় ছিল আমাদের নিয়ে। শেষ পর্যন্ত আমরা সব বাধা পেরিয়ে বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবারও ঘুরে দাঁড়িয়েছি আমরা। ইউরোপে প্রীতি ম্যাচগুলোতে দেখিয়েছিও সেটা।’’
রিয়ালে ভিনিসিয়ুসের সঙ্গে জুটি বাঁধতেও মুখিয়ে আছেন এনদ্রিক, ‘‘আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে ভিনি। মাদ্রিদ শহর, রিয়ালের সংস্কৃতি আর দল নিয়ে বলেছে অনেক কিছু। ভিনি আমাকে অনেক বেশি সাহায্য করবে, বিশেষ করে মাঠে-আমি নিশ্চিত এ নিয়ে।’’