কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এখনও সেরে উঠতে পারেননি। মিস করেছেন ইন্টার মায়ামির বেশ কয়েকটি ম্যাচ। এ মাসের বিশ্বকাপ বাছাইয়েও থাকতে পারেননি এই ফরোয়ার্ড। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির আশা, অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে দলের সঙ্গে থাকবেন মেসি।
গত ১৪ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ডান অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন মেসি। দিনকয়েক আগে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন তিনি। আগামী শনিবার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাকে।
এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ আর্জেন্টিনার। মেসিকে ছাড়াই জিতেছে চিলির বিপক্ষে ঘরের মাঠে। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলম্বিয়ার মাঠে আতিথ্য নেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগের মেসির ফেরা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি, “আশা করছি সে (মেসি) খেলা শুরু করবে। আমরা যখন পরবর্তী (স্কোয়াড) তালিকা দেব (অক্টাবরে), সেসময় অন্য সবার মতো তার সঙ্গেও যোগাযোগ করব। এরপর… দেখা যাক সে ফিরতে পারে কিনা।”
মেসিকে ছাড়াও জয়ের পথে রয়েছে আর্জেন্টিনাকে। এবারের বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। সেরা খেলোয়াড়কে ছাড়া দল যেভাবে পারফর্ম করছে, সন্তুষ্ট স্কালোনি, “লিও’র (মেসি) ওপর নির্ভর না করে খেলা যেকোনও দলের জন্যই কঠিন। সে যে দলেই খেলেছে, প্রত্যেকেই এটা (নির্ভর) করেছে। ভালো ব্যাপার হলো, এই দলটার (আর্জেন্টিনা) একটা ধারণা তৈরি হয়েছে কীভাবে খেলতে হয়।”
সঙ্গে যোগ করেছেন, “লিওকে ছাড়া আমরা একই কাজ করার চেষ্টা করি। তবে অবশ্যই সেই চূড়ান্ত স্পর্শ ছাড়া যেটি তার আছে। মাঠে যারাই থাকুক না কেন সব খেলোয়াড়ই জানে তাদের কী করতে হবে।”