Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

আর্জেন্টাইন কোচদের চার দলই গ্রুপ সেরা

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
[publishpress_authors_box]

আর্জেন্টাইন কোচদের সুনাম অনেক দিন ধরে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন আর্জেন্টাইন কোচরা। এবারের কোপা আমেরিকায় চার গ্রুপের চার চ্যাম্পিয়ন দলের কোচই আবার আর্জেন্টাইন! সব মিলিয়ে ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিদের দেশের ৭ কোচ ছিলেন এবারের কোপার ৭টি দলের দায়িত্বে।

ফের্নান্দো বাতিস্তা

তাদের মধ্যে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একটা সময় তিনি জাতীয় দলে খেলেছেন লিওনেল মেসির সঙ্গে। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়ার কোচ নেস্তর লরেনৎসোও আর্জেন্টাইন। তার হাত ধরে টানা ২৬ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। আজ ব্রাজিলকেও ১-১ গোলে রুখে দিয়ে এই গ্রুপের সেরা হয়েছে কলম্বিয়া।

নেস্তর লরেনৎসো

আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসাকে অনুসরণ করেই বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে সাফল্য পেয়েছেন পেপ গার্দিওলা। সেই বিয়েলসা গ্রুপ ‘সি’তে চ্যাম্পিয়ন করিয়েছেন উরুগুয়েকে।

গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হয়েছে আরেক আর্জেন্টাইন কোচ ফের্নান্দো বাতিস্তার দল ভেনেজুয়েলা।

মার্সেলো বিয়েলসা

এই চার দলের তিনটিই পেয়েছে টানা তিন জয়। তাতে তাদের পয়েন্ট ৯। আর্জেন্টিনা আবার গোলই হজম করেনি কোনও।

 শুধু কলম্বিয়া আজ শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ড্র করায় পেয়েছে ৭ পয়েন্ট। তারপরও ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কৃতিত্বের কলম্বিয়ার জন্য।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত