কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। লিওনেল মেসিরা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার মিশনে। অন্যদিকে ২০০১ সালের পর প্রথম শিরোপা জয়ের স্বপ্ন কলম্বিয়ার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের এই ফাইনালে রেফারির দায়িত্ব সামলাবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস।
এক বিজ্ঞপ্তিতে ফাইনালের রেফারি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে কনমেবল। লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, শুধু মূল রেফারি নন, তার দুই সহকারীরও ব্রাজিলিয়ান।
ক্লাউসের সহকারী হিসেবে কাজ করবেন ব্রুনো পিরেস ও রোদ্রিগো কোরেয়া। এছাড়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বেও ব্রাজিলিয়ান। মাঠের সব মুহূর্ত নজরে রাখবেন ব্রাজিলের রোদোলফো তোসকি।
ম্যাচের মূল রেফারির দায়িত্ব সামলাতে যাওয়া ক্লাউসের বর্ণিল ক্যারিয়ার। অনেকের বিবেচনায় তিনি লাতিন আমেরিকান ফুটবলের রেফারিংয়ে সেরাদের একজন। ২০২২ সালের বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের। এবারের কোপা আমেরিকাতেও বেশ কয়েকটি ম্যাচে বাঁশি বাজিয়েছেন তিনি।
সব মিলিয়ে আর্জেন্টিনার চারটি ম্যাচে রেফারির দায়িত্ব সামলেছেন ক্লাউস। চারটি ম্যাচই ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে। অন্যদিকে কলম্বিয়ার তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এই ব্রাজিলিয়ান।
ক্লাউসের পরিচালনায় আর্জেন্টিনা-কলম্বিয়ার একটি ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল এবারের কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট। ওই ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল কলম্বিয়া। সেটাই কলম্বিয়ার সর্বশেষ হার। এরপর টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে কোপার ফাইনালে উঠেছে হামেস রোদ্রিগেসরা।