কোপা আমেরিকার প্রস্তুতি শুরু হয়েছে আর্জেন্টিনার। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল স্কলানি এরইমধ্যে দলের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়কে পেয়েছেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দুটির স্কোয়াডে আছেন ২৯ জন খেলোয়াড়। কিন্তু কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে রাখা যাবে ২৬ জন। তাহলে কোন তিন জনের ওপর কোপ পড়তে যাচ্ছে?
এবারের কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্র। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কলানি আগেই ২৯ জনের স্কোয়াড জানিয়ে রেখেছেন। কিন্তু কোপা আমেরিকায় স্কোয়াড ছোট করে আনতে হবে তাকে। কোন তিন জন বাদ পড়বেন, এ নিয়ে একটা ধারণা দিয়েছেন আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে’র সাংবাদিক হেরনান ক্লাউস।
মূলত দুটি জায়গায় জন্য লড়াই হবে পাঁচ খেলোয়াড়ের। হেরনান ক্লাউসের বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে ছেপেছে, রক্ষণভাগের একটি জায়গার জন্য লড়াই হচ্ছে তিন খেলোয়াড়ের। লুকাস মার্তিনেস, লিওনার্দো বালেরদি ও ভালেন্তিন বার্কোর যেকোনও একজন থাকবেন কোপা আমেরিকার দলে।
আরেকটি লড়াই হচ্ছে মাঝমাঠে। আনহেল কোরেয়া ও ভালেন্তিন কারবোনির মধ্যে যেকোনও একজন থাকবেন কোপা আমেরিকার চূড়ান্ত দলে।
দলের সব খেলোয়াড় ফিট আছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ফলে জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গনসালেসকে নিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুই; ডিফেন্ডার: মার্কোস আকুনা, লিওনার্দো বালেরদি, ভালেন্তিন বার্কো, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, জেরমান পেজ্জেয়া, লুকাস মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তাগিয়াফিকো; মিফফিল্ডার: ভালেন্তিন কারবোনি, রোদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেস, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক আলিস্টার, এসেকিয়েল পালাসিয়োস, লিওনার্দো পারেদেস, গিদো রোদ্রিগেস; ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেস, আনহেল কোরেয়া, আনহেল দি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি।