Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কোপা, বিশ্বকাপ, কোপা-আর্জেন্টিনার চক্রপূরণে দেয়াল কলম্বিয়া

rrrrrrrrrrrrrrrrrrrrrrrr
[publishpress_authors_box]

সর্বকালের সেরা ফুটবল দল কোনটা? পেলের ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলের নাম নেন অনেকে। ২০০৮ ইউরো ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জিতে তাদের সঙ্গে তুলনায় এসেছিল জাভি-ইনিয়েস্তা, পিকেদের স্পেন।

 এবার আলোচনায় আসতে পারে লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেজদের আর্জেন্টিনার নামও। ২০২১ কোপা, ২০২২ বিশ্বকাপের পর ২০২৪ কোপা জয়ের অনন্য হাতছানি তাদের সামনে। এই চক্রপূরণে কাল সকাল ৬টায় কোপার ফাইনালে বাঁধার দেয়াল কলম্বিয়া, যারা হারেনি টানা ২৮ ম্যাচ। দলটির কোচ আবার আর্জেন্টাইন নেস্তর লরেঞ্জো।

লরেঞ্জো এক সময় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। কোচিং করিয়েছেন লিওনেল স্কালোনিকে। তবে ফাইনালে নিজের দেশকে ছাড় দিতে চান না কোনওভাবে, ‘‘আমি সাত বছর কাজ করেছি হোসে পেকারম্যানের সঙ্গে। কলম্বিয়ায় অনেক বন্ধু আছে আমার। এই দলটা অনেক দিন পর পৌঁছেছে কোপার ফাইনালে। অবশ্যই চাইব আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিততে।’’

কলম্বিয়ার কিংবদন্তি কার্লোস ভালদেরামাও আস্থা আছে এই দলের ওপর, ‘কলম্বিয়াই কোপা জিতবে। ওরা যা খেলছে, তাতে অসাধারণ একটি দলই মনে হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাই যায়।’’ হামেস রোদ্রিগেস নতুনভাবে নিজেকে খুঁজে পেয়েছেন এবারের কোপায়। করেছেন রেকর্ড ৬ অ্যাসিস্ট। ফাইনালে নিশ্চয়ই তার এমন ছন্দের প্রত্যাশায় কলম্বিয়ানরা।

আর্জেন্টিনার এই দলটাও সর্বকালের অন্যতম সেরা হওয়ার পথে করেছে অনেক কীর্তি গাঁথা। গত পাঁচ বছরে ৬১ ম্যাচে হেরেছে মাত্র দুইবার। শীর্ষে আছে ফিফা র‌্যাঙ্কিয়ে। এবারের কোপায় খেলছে মনোমুগ্ধকর ফুটবল। তাই চিলির সাবেক তারকা ইভান জামোরানো বললেন, ‘‘স্কালোনির এই দলে কোনো ঘাটতি নেই। বাড়তি পাওয়া হচ্ছে বিশ্বসেরা খেলোয়াড়টিও তাদের (মেসি)।’’

আনহেল দি মারিয়া আগেই অবসরের ঘোষণা দেওয়ায় তার জন্য শিরোপাটা জিততে মরিয়া আর্জেন্টিনা। আর ফাইনাল শেষে মেসিও কী তুলে রাখবেন বন্ধু দি মারিয়ার মতো বুটজোড়া? ‘ডি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বললেন, ‘‘এখন এটা নিয়ে আমি ভাবছি না। আর্জেন্টিনার সঙ্গে আমার দারুণ সময় কেটেছে, আবার খারাপ সময়ও কেটেছে। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে আমার কিছু করার নেই, ততক্ষণ চালিয়ে যাব এভাবেই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত