কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে যুক্তরাষ্ট্রের আসরে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে যে স্কোয়াড নিয়ে শিরোপা জিতেছে, প্রায় সেই দলটিই রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। কোপার আমেরিকার জন্য ঘোষিত ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডের ২১ জনই ছিলেন কাতার বিশ্বকাপের দলে।
২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে কোপা আমেরিকাও জিতেছিল লিওনেল মেসি। গত কয়েক বছর একসঙ্গে পারফর্ম করে সাফল্যের আলোয় ভরিয়ে দেওয়া দলটির ওপর আস্থা রাখা স্বাভাবিক। চূড়ান্ত স্কোয়াডে সেটিরই প্রতিফলন।
কোপা আমেরিকার ‘প্রস্তুতি’ হিসেবে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এজন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছিলেন স্কালোনি। প্রীতি ম্যাচ দুটি শেষে এই স্কোয়াড ২৬ জনে নামিয়ে এনেছেন বিশ্বকাপজয়ী কোচ।
চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন তিনজন- দুই ডিফেন্ডার ভালেন্তিন বার্কো ও লিওনার্দো বালেরদি এবং ফরোয়ার্ড আনহেল কোরেয়া।
চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনি বলেছিলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি কারা বাদ পড়বে। তবে আমি আগে তাদের জানাতে চাই (বাদ পড়ার খবর)। দলের জন্য যা মঙ্গলজনক, সবসময় সেই সিদ্ধান্তই আমাদের নিতে হয়। এটা আমাদের জন্য সবচেয়ে কঠিন তালিকা, কারণ বেশ কিছু জটিলতা ছিল।”
২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ চিলি ও পেরু।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুই; ডিফেন্ডার: মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, জেরমান পেজ্জেয়া, লুকাস মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তাগিয়াফিকো; মিফফিল্ডার: ভালেন্তিন কারবোনি, রোদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেস, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক আলিস্টার, এসেকিয়েল পালাসিয়োস, লিওনার্দো পারেদেস, গিদো রোদ্রিগেস; ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেস, আনহেল দি মারিয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি।