Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

আর্জেন্টিনার স্বপ্ন ভাঙল ফ্রান্স, ম্যাচ শেষে মারামারি

qw2
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা-ফ্রান্সের তিক্ততা পৌঁছল অন্য উচ্চতায়। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফরাসিদের হারানোর পর থেকে হয়েছিল শুরুটা। ফরাসিদের নিয়ে ব্যঙ্গ করেছিলেন এমিলিয়ানো মার্তিনেজসহ আরও কয়েক জন। কোপা আমেরিকা জেতার পর এনজো ফার্নান্দেজ গেয়েছিলেন বর্ণবৈষম্যমূলক গান। ফ্রান্সের ভক্তরা নিলেন এরই প্রতিশোধে।

ফ্রান্স ১ : ০ আর্জেন্টিনা

মিসর ১ (৫) : ১ (৪) প্যারাগুয়ে

বোর্দোয় অলিম্পিক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার পর থেকে দুয়ো দিচ্ছিলেন সমর্থকরা। আর্জেন্টিনার খেলোয়াড়রা বল পেলেই বাড়ছিল দুয়োর মাত্রা। সেই ম্যাচটা আর্জেন্টিনা হেরে গেছে ১-০ গোলে।  পঞ্চম মিনিটে একমাত্র গোলটি জিয়ান ফিলিপ মাতেতার। তাতে ভাঙে আর্জেন্টিনার বিশ্বকাপ, কোপার পর অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন।

উত্তেজনার ম্যাচটা শেষ হয়েছে মারামারিতে। সংঘর্ষে জড়ান দুই দলের ৩০ জন! রেফারির শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার বেঞ্চের সামনে যেয়ে উল্লাস করছিলেন ফ্রান্সের ফুটবলার এনজো মিলিয়ত। অথচ শেষ বাঁশির আগেই তাকে বদলি করেছিলেন ফরাসি কোচ থিয়েরি অঁরি।

তার উদযাপন মানতে না পেরে এগিয়ে আসেন নিকোলাস ওতামেন্দি, লুকাস বেলত্রান ও লিয়ান্দ্রো ব্রে। এরপর দুই দলের ৩০ জনের মধ্যে ছড়িয়ে যায় ব্যাপারটা। হয় হাতাহাতিও। তাতে দৃষ্টিকটুভাবেই শেষ হল আর্জেন্টিনার অলিম্পিক মিশন।

সংঘর্ষ থামলে রেফারি লাল কার্ড দেখান মিলিয়তকে। মিসরের বিপক্ষে সেমিফাইনালে খেলা হবে না তার।

এভাবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষটা মানতে পারছেন না ফরাসি কোচ থিয়েরি অঁরি, ‘‘আমি বিপক্ষের কোচের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম। এরপর দেখলাম অনেক কিছু ঘটতে। এ ধরনের কিছু পছন্দ নয় আমার। এর দরকার ছিল না। একজন খেলোয়াড় সেমিফাইনালে হারাতে হল আমাদের। ও তো শেষ দিকে মাঠেও ছিল না!’’

পঞ্চম মিনিটে মিশেল অলিসার কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন জিয়ান ফিলিপ মাতেতা। বিরতির আগে ছয় গজ বক্স থেকে নেওয়া জুলিয়ানো সিমোনের হেড অবিশ্বাস্যভাবে বাইরে গেলে সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পেনাল্টি বক্সে এক সতীর্থের শুশ্রুষার সময় মাতেতা সেখানে গেলে ধাক্কা দেওয়া হয়েছিল তাকে। তখন থেকেই উত্তেজনার পারদটা চড়েছিল বেশি। আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো হলুদ কার্ড দেখলে উচ্ছ্বাসে ফেটে পরে গ্যালারি। তারা গান ধরেছিল, ‘‘আর্জেন্টাইনরা কোথায়?’’

৮৪ মিনিটে বল জালে জড়িয়েছিলে ফ্রান্সের অলিস। কিন্তু ভিএআরে গোল বাতিল হওয়ায় ব্যবধান ২-০ হয়নি।

অপর ম্যাচে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মিসর। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়েছিল ম্যাচটি। ৫ আগস্ট সেমিফাইনালে মিসরের মুখোমুখি হবে ফ্রান্স।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত