হাভিয়ের মাসচেরানোর শেষ আন্তর্জাতিক ম্যাচটা ফ্রান্সের বিপক্ষে। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৪-৩ গোলে হারের পরই বুট তুলে রাখেন মাসচেরানো। এখন তিনি আর্জেন্টিনা যুব দলের কোচ। তার হাত ধরে আর্জেন্টিনা উঠে এসেছে অলিম্পিক কোয়ার্টার ফাইনালে।
আজ অলিম্পিক কোয়ার্টার ফাইনালে বোর্দোয় সেই ফ্রান্সের মুখোমুখি মাসচেরানোর আর্জেন্টিনা (বাংলাদেশ সময় রাত ১টায়)। যে ফ্রান্সের বিপক্ষে শেষটা হয়েছিল, তাদের মুখোমুখি হওয়াটা তার জন্য আবেগের। ফরাসি কোচ থিয়েরি অঁরির মুখোমুখি হওয়াটাও বিশেষ কিছু তার জন্য।
আর্জেন্টিনা-ফ্রান্সের কোয়ার্টার ফাইনালের পথটা ছিল দুই রকম। মরক্কোর কাছে প্রথম ম্যাচ নাটকীয়ভাবে হেরে বাদ পড়ার শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। এরপর ইরাককে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানো। শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয় আর্জেন্টিনা।
ফ্রান্সকে হারানো যে সহজ হবে না জানা আছে হুলিয়ান আলভারেজের। তবে আত্মবিশ্বাসী তিনি, ‘‘আমরা হার দিয়ে শুরু করেছিলাম। এরপর ঘুরে দাঁড়িয়েছি। ঘরের মাঠে ফ্রান্স অবশ্যই এগিয়ে। তবে ফাইনালে পৌঁছতে সামনে যারাই আসবে তাদেরই হারাতে হবে।”
ফ্রান্স শুরু থেকে খেলেছে দাপুটে ফুটবল। তিন ম্যাচের তিনটিই জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্রকে ৩-০, গিনিকে ১-০ আর নিউজিল্যান্ড বিধ্বস্ত করেছিল ৩-০ গোলে।
আর্জেন্টিনা দলে রেখেছে গত বিশ্বকাপ জেতা দলের চার জনকে। তাদের বিপক্ষে ম্যাচটা প্রতিশোধের মিশন ফ্রান্সেরও। কোপা আমেরিকা জেতার পর ফ্রান্সকে নিয়ে আর্জেন্টিনার টিম বাসে আপত্তিকর উদযাপনের জিন্য ফিফায় নালিশও করেছিল ফরাসি ফুটবল ফেডারেশন। তাই আজকের ম্যাচটা পাচ্ছে ভিন্ন মাত্রা।