Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

আর্জেন্টিনাকে থামিয়ে প্রতিশোধ কলম্বিয়ার

arg
[publishpress_authors_box]

অজেয়ই হয়ে উঠেছিল আর্জেন্টিনা। কোপা-বিশ্বকাপ-কোপা জেতা দলটি হারেনি সর্বশেষ ১২ ম্যাচ। সেই যাত্রাটা থামিয়ে প্রতিশোধ নিল কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে কলম্বিয়া ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে।

এই আর্জেন্টিনার কাছেই গত কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল কলম্বিয়া। সেই ক্ষতে প্রলেপ পড়ল কিছুটা।কোপায় টুর্নামেন্ট সেরা হলেও ফাইনাল শেষে ফুঁপিয়ে কেঁদেছিলেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেস। এবার তার পেনাল্টিতেই জিতল দল।

লাতিন অঞ্চলের ফল

কলম্বিয়া ২ : ১ আর্জেন্টিনা

চিলি ১ : ২ বলিভিয়া

ইকুয়েডর ১ : ০ পেরু

ভেনেজুয়েলা ০ : ০ উরুগুয়ে

বারানকিয়ায় এস্তাদিও মেত্রোপলিতানোয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে ইয়েরসন মোসকেরা ২৫ মিনিটে এগিয়ে নিয়েছিলেন কলম্বিয়াকে।

হামেস রদ্রিগেসের পেনাল্টিতে জিতেছে কলম্বিয়া। ছবি : এক্স

৪৮ মিনিটে সমতা ফেরান নিকোলাস গনসালেস। তবে ৬০ মিনিটে পেনাল্টি থেকে হামেস রদ্রিগেসের গোলে উচ্ছ্বাসে ভাসেন ৪৭ হাজার দর্শক।

সর্বশেষ ১২ ম্যাচে তারা জিতেছিল ১১টি, ড্র করেছিল অপর ম্যাচে।২০২৪ সালে এটাই আর্জেন্টিনার প্রথম হার। তারা সর্বশেষ হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। দুটি ম্যাচই লিওনেল স্কালোনির দল হেরেছে আবার আর্জেন্টাইন কোচদের দলের বিপক্ষে।

মেসিকে ছাড়া খেলা আর্জেন্টিনা ৫২.৬ শতাংশ বলের দখল রেখে খেলে পোস্টে শট নিয়েছিল ১৩টি, লক্ষ্যে ছিল কেবল ১টি। কলম্বিয়ার ৯ শটের ৫টিই ছিল লক্ষ্যে।

হারলেও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ভেনেজুয়েলার মাঠে গোলশূন্য ড্র করা উরুগুয়ে সুযোগ হারিয়েছে দুইয়ে উঠার। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে তিনে। পেরুকে ১-০ গোলে হারানো ইকুয়েডরের পয়েন্ট ১১।

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। এবার ঘরের দর্শকদের সামনে ২৫তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। ছোট করে কর্নার নিয়ে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু ক্রস বাড়ান হামেস রদ্রিগেস। লাফিয়ে নেওয়া হেডে লক্ষ্যভেদ করেন ইয়েরসন মোসকেরা।

 বিরতির পর রদ্রিগেসের ভুলেই সমতা ফেরায় আর্জেন্টিনা। তার ভুল পাস মাঝমাঠের কাছে পেয়ে সঙ্গে লেগে থাকা মসকেরার চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে যান নিকো গনসালেস। বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি।

হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : এক্স

৬০তম মিনিটে রদ্রিগেসের পেনাল্টিতে ব্যবধান ২-১ করে কলম্বিয়া। নিকোলাস ওতামেন্দি ডিবক্সে দানিয়েল মুনোসকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। এ নিয়ে আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস লিখেছে, ‘‘পেনাল্টিটা বিতর্কিত। রিপ্লে দেখে মনে হয়নি ফাউল করেছেন ওতামেন্দি।’’

৮৪তম মিনিটে লাউতারো মার্তিনেজ বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকলেও প্রতিপক্ষের চ্যালেঞ্জে শটই নিতে পারেননি। ৮৫ মিনিটে এনসো ফের্নান্দেসের জায়গায় নামেন পাওলো দিবালা। ৮৯তম মিনিটে ১০ নম্বর জার্সি পড়ে খেলা দিবালা বক্সের বাইরে থেকে বল উড়িয়ে মারলে আর সমতায় ফেরা হয়নি আর্জেন্টিনার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত