মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলতে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কোপা আমেরিকার আগে ম্যাচ দুটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আয়োজক চীন ম্যাচ বাতিল করলে বিপাকে পড়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এরইমধ্যে নতুন পরিকল্পনা সাজিয়ে ফেলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এমন খবরই দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
চীনে খেলার কথা ছিল দুটি প্রীতি ম্যাচ। সেগুলো বাতিল হওয়ায় এখন কোপা আমেরিকার আগে চারটি ম্যাচ খেলার পরিকল্পনা এএফএ’র। এবারের লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। টিওয়াইসি স্পোর্টসের খবর, যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতাটি শুরুর আগে সেখানেই দুটো প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
প্রতিপক্ষ হিসেবে আলোচনার টেবিলে আছে কনকাকাফ অঞ্চলের হন্ডুরাস ও কনমেবল অঞ্চলের ইকুয়েডর। এবারের কোপায় হন্ডুরাস না থাকলেও খেলবে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।
চীনে বাতিল হওয়া দুই ম্যাচ নিয়েও পরিকল্পনা আছে আর্জেন্টিনার। প্রতিপক্ষ হিসেবে এবারের আফ্রিকা কাপ অব নেশনসের দুই ফাইনালিস্ট আইভরি কোস্ট ও নাইজেরিয়াকেই চাইছে এএফএ। মার্চের এই দুই প্রতিপক্ষের বিপক্ষে অন্য ভেন্যুতে খেলার আশা তাদের। যদি শেষ পর্যন্ত তাদের পাওয়া না যায়, সেক্ষেত্রে বিকল্প প্রতিপক্ষও নাকি ভেবে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
চীনে আর্জেন্টিনার ম্যাচ বাতিলের কারণ মেসি! ইন্টার মায়ামির হয়ে হংকংয়ে খেলেননি লিওনেল মেসি। এ নিয়ে রাগ-ক্ষোভ উগড়ে দেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। এর মাঝেই চীন থেকে আসে নতুন ঘোষণা, আপাতত মেসির কোনও ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত তাদের।
মার্চে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। সূচি অনুযায়ী, হাংজু স্পোর্টস সেন্টারে মুখোমুখি হতো আর্জেন্টিনা-নাইজেরিয়া। কিন্তু হাংজু স্পোর্টস ব্যুরো জানায়, তারা এই প্রীতি ম্যাচটি আয়োজন করবে না। ওই ঘোষণার রেশ কাটতে না কাটতেই বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দেয়, শুধু নাইজেরিয়া নয়, আইভরি কোস্ট-আর্জেন্টিনা ম্যাচটিও হবে না।
এশিয়া অঞ্চল সফরে দিনকয়েক আগে ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ খেলেছে হংকং একাদশের বিপক্ষে। হংকং স্টেডিয়ামের ম্যাচটিতে মেসির খেলা দেখতে স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন প্রায় ৪০ হাজার দর্শক। কিন্তু তাদের হতাশ করে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ছিলেন বেঞ্চে। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে হংকং জুড়ে।
হংকংয়ের এই ঘটনা চীনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। কারণ দেশটির ‘বিশেষ’ প্রশাসনিক অঞ্চল হংকং। সেখানকার ফুটবলপ্রেমীদের হতাশ করার মেসির ওপর ক্ষোভ চীনের। বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের কথায় সেটিই স্পষ্ট, “লিওনেল মেসি খেলবেন, এই ধরনের ম্যাচ আপাতত আয়োজনের পরিকল্পনা নেই বেইজিংয়ের।”