লিওনেল মেসি খেলবেন তো? কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ইকুয়েডর হেলাফেলার নয় মোটেও। কোপা আমেরিকা শুরুর আগে মেসিও প্রশংসায় ভাসিয়েছিলেন তাদের। তবে চোটের জন্য পেরুর বিপক্ষে শেষ ম্যাচটা বেঞ্চে থাকায় শঙ্কা জাগে মেসির খেলা নিয়ে।
আর্জেন্টাইন দৈনিক ‘টিওয়াইসি স্পোর্টস’ অনেকটাই নিশ্চিত হয়ে জানিয়েছে কোয়ার্টার ফাইনালে শুরু থেকে খেলবেন মেসি। ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য সংবাদ সম্মেলনে ধোঁয়াশা রাখলেন মেসির খেলা নিয়ে, ‘‘ তার চোটের সবশেষ অবস্থা নিয়ে কথা বলিনি। আমার মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করা ভালো। যতটা সম্ভব মেসি অনুশীলন করছে। ওর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।’’
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে মেসি ফেরায় বেঞ্চে থাকবেন আনহেল দি মারিয়া। আগের ম্যাচে অবশ্য অধিনায়ক ছিলেন তিনিই। একাদশে থাকা হবে না হুলিয়ান আলভারেসেরও। তার জায়গায় খেলবেন লাওতারো মার্তিনেস।
এবারের কোপায় সর্বোচ্চ ৪ গোল মার্তিনেসের, যদিও তিন ম্যাচের দুটিতে তিনি খেলেছেন বদলি হয়ে। মার্তিনেস-আলভারেসকে কী একসঙ্গে একাদশে খেলানো যায়? এমন প্রশ্নে স্কালোনি বললেন, ‘‘একসঙ্গে দুজনকে খেলানো হতেই পারে। অনুশীলনে আমরা এটা নিয়ে কথা বলব। একসঙ্গে খেলানোর সম্ভাবনা আমি বাতিল করছি না। মার্তিনেস এবারের কোপায় দারুণ করছে। সে সুযোগের অপেক্ষা করেছে আর কাজে লাগিয়েছে, এজন্য আমি ভীষণ সন্তুষ্ট।’’