Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ফিনালিসিমা নিয়ে আর্জেন্টাইন কোচের শঙ্কা

sc2
[publishpress_authors_box]

কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা। মর্যাদার টানা তিনটি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এ বছর কোপা জয়ের পর থেকে অবশ্য ছন্দ হারিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচের দুটি হেরেছে তারা, ড্র করেছে একটি জয় কেবল একটিতে।

এমন পারফরম্যান্সে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কায় আর্জেন্টিনা। মঙ্গলবার বছরের শেষ ম্যাচে পেরুকে হারাতে না পারলে মুকুটটা হারাতে হতে পারে তাদের। তবে জয়-পরাজয় যে খেলারই অংশ সেটাই জানালেন কোচ লিওনেল স্কালোনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি জানালেন, ‘‘হার আমাকে উদ্বিগ্ন করে, এই অর্থে যে আমরা হারতে পছন্দ করি না, কিন্তু আমরা যেভাবে হেরেছি তার উপর নির্ভর করে, আমি চিন্তা করা বন্ধ করি। কেউ হারতে পছন্দ করে না, এটা স্পষ্ট। অনেক সময় আমরা সেরা ফলাফল পেয়েছি, কিন্তু এটি ফুটবল আর জীবনের অংশ।’’

কয়েকজন ইনজুরিতে থাকায় পেরুর বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, মেনে নিচ্ছেন স্কালোনি। পাশাপাশি ব্যস্ত সূচির জন্য স্পেনের বিপক্ষে ফিনালিসিমা নিয়েও শঙ্কায় তিনি।

কোপা চ্যাম্পিয়ন মেসি আর ইউরো চ্যাম্পিয়ন ইয়ামালের মুখোমুখি হওয়াটা যে কঠিন সেটাই জানালেন স্কালোনি, ‘‘ব্যস্ত সূচির জন্য ফিনালিসিমা আগামী বছর হওয়া কঠিন কারণ স্পেনের বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে। সূচি দেখে মনে হচ্ছে না এটা হবে। তবে দেখা যাক (কী হয়)। আমাদের সব মনোযোগ এখন পেরু ম্যাচ ঘিরে। ওদের পয়েন্ট দরকার টিকে থাকার জন্য। ম্যাচটা কঠিনই হতে যাচ্ছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত