Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বিশৃঙ্খলার ম্যাচে আর্জেন্টিনার নাটকীয় হার

67y
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

আর্জেন্টিনা ১ : ২ মরক্কো

উজবেকিস্তান ১ : ২ স্পেন

ফ্রান্স ৩ : ০ যুক্তরাষ্ট্র

জাপান ৫ : ০ প্যারাগুয়ে

মালি ১ : ১ ইসরায়েল

অলিম্পিক শুরু হলো বিতর্ক দিয়ে। ছেলেদের ফুটবলে মরক্কোর সঙ্গে ২-২ গোলে সমতা নিয়ে দর্শক বিশৃঙ্খলার ম্যাচে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। প্রায় দুই ঘণ্টা পর মাঠে ফিরে তারা জানতে পারে শেষ বেলার গোলটি বাতিল হয়েছে ভিএআরে! শেষ পর্যন্ত ২-১ গোলের নাটকীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

অলিম্পিকের অপর ম্যাচে স্বাগতিক ফ্রান্স ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ২-১ গোলে হারায় উজবেকিস্তানকে। ইসরায়েলের ম্যাচে নিরাপত্তায় ছিল দুই হাজার নিরাপত্তাকর্মী। সেই ম্যাচে ইসরায়েল ১-১ গোলে ড্র করেছে মালির সঙ্গে। এশিয়ার পরাশক্তি জাপান ৫-০ গোলে বিধ্বস্ত করেছে প্যারাগুয়েকে।

সবচেয়ে আলোচিত ছিল আর্জেন্টিনা-মরক্কো ম্যাচটাই। মরক্কোর বিপক্ষে ৬৭ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। দুটি গোলই করেন সুফিয়ান রাহিমি। প্রথমটি বিরতির ঠিক আগে। আর দ্বিতীয়টি ৫১ মিনিটে পেনাল্টি থেকে। আখোমাচকে ডিবক্সে আর্জেন্টাইন লেফট ব্যাক হুলিও সোলের ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৬৭ মিনিটে ব্যবধান ২-১ করেন আর্জেন্টিনার গুলিয়ানো সিমিওনে। তাদের দুটি প্রচেষ্টা পোস্টে লেগে নষ্ট হলে নির্ধারিত ৯০ মিনিটে পিছিয়ে ছিল ২-১ গোলেই।

ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হয় ১৫ মিনিট! আর্জেন্টিনা গোল পায় ১৬তম মিনিটে। নিকোলাস মেদিনার গোলের পরই উচ্ছ্বাসে মাতে আর্জেন্টিনা। তখনই সেঁত এতিয়েনের মাঠে ঢুকে পড়েন মরক্কোর সমর্থকরা।

ম্যাচ বন্ধ হয়ে যায়। রেফারি শেষ বাঁশি বাজানোর আগেই মাঠে শুরু হয়ে যায় বোতলবৃষ্টি। ফুটবলারদের দিকে লক্ষ্য করে উড়ে আসে আতশবাজি। খেলোয়াড়রা মাঠ ছেড়ে গেলেও তখনও ম্যাচ শেষ হয়নি। প্যারিস অলিম্পিকের অফিশিয়াল সাইটে ম্যাচটি ‘বিঘ্নিত’ বলে লেখা ছিল। দর্শকদের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়। বড় পর্দায় লেখা হয়, ‘‘আপনার সেশন শেষ, দয়া করে নিকটস্থ বহির্গমন পথ ব্যবহার করুন।’’

 দু’ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা। সময় যোগ হয় আরও ৩ মিনিট। ম্যাচ শুরুর আগেই অবশ্য ঘোষণা দেওয়া হয়েছিল অফসাইডের জন্য আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি বাতিলের! ভিএআর-এর মাধ্যমে দেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি।

মাঠে নামার পর আর গোলের দেখা পায়নি কোনও দল। আর্জেন্টিনা মাঠ ছাড়ে নাটকীয় ২-১ গোলের হারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত