সর্বশেষ দুই অলিম্পিক ফুটবলে জায়গাা পায়নি আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এবার প্যারিসে তারা যেতে চায় সোনা জেতার লক্ষ্যে। এজন্য ভাবা হচ্ছে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার মত তারকাকে পাঠানোর কথাও।
সোনা জিততে হলে আগে তো বাছাইপর্বের বাধা পার হতে হবে। লাতিন অঞ্চলের গ্রুপ ‘বি’তে সেই অভিযানের শুরুতেই হোঁচট। প্যারাগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে কোন রকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
৬৭ মিনিটে ডিয়েগো গোমেজের পেনাল্টিতে এগিয়ে যায় প্যারাগুয়ে। আর্জেন্টিনা সমতা ফেরায় একেবারে শেষ মিনিটে। ক্লদিও এচেভেরির পাসে বল জালে জড়িয়ে ১ পয়েন্ট এনে দেন লুসিয়ানো গুনদো।
ড্র’র পর কোচ হাভিয়ের মাসচেরানো প্রশ্ন তুললেন প্যারাগুয়ের পাওয়া পেনাল্টি নিয়ে, ‘‘প্রথম ১৫-২০ মিনিটে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিলাম আমরা। সেগুলো কাজে লাগাতে পারিনি। বিরতির পর যা আমাদের ভুগিয়েছে। পেনাল্টিটা রেফারি না দিলেই পারতেন।’’
মিডফিল্ডার ফেদেরিকো রেদোনদো অভিযোগ তোলেন আবার মাঠ নিয়ে, ‘‘মাঠ খুব একটা ভালো ছিল না। আমাদের যে পরিকল্পনায় খেলতে চেয়েছিলাম সেটা পারিনি মাঠের জন্য।’’