Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

চার বিশ্বকাপজয়ী নিয়ে অলিম্পিকে আর্জেন্টিনা

qwe
[publishpress_authors_box]

আনহেল দি মারিয়া খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন আগেই। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হাভিয়ের মাসচেরানো আমন্ত্রণ জানিয়েছিলেন লিওনেল মেসিকে। কিন্তু না করে দেন মেসিও। আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসেরও। তাদের ছাড়াই অলিম্পিকে ১৮ সদস্যের আর্জেন্টাইন দল ঘোষণা করলেন কোচ মাসচেরানো।

অলিম্পিকের এই দলে আছেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের চার ফুটবলার আয়াক্সের গোলরক্ষক হেরোনিমো রুলি, বেনফিকার ডিফেন্ডার  নিকোলাস ওতামেন্দি, ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস আর আটালান্টা ইউনাইটেডের ফরোয়ার্ড থিয়াগো আলমাদা।

অলিম্পিক অনূর্ধ্ব-২৩ ফুটবলারদেরই টুর্নামেন্ট। তবে খেলতে পারেন এর বেশি বয়সের তিনজন পেশাদার ফুটবলারও।

গোলরক্ষক: হেরোনিমো রুলি, লেয়ান্দ্রো ব্রে ; ডিফেন্ডার: হুলিও সোলের, হোয়াকিন গার্সিয়া, গনসালো লুহান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওন, মার্কো দি সেসার; মিডফিল্ডার: এসেকিয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেসে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন সেনন ; ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেস, লুকাস বেলত্রান, গিলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্দু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত