Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বৈষম্য আর অপমানে তিন আর্জেন্টাইন ফুটবলারের অবসর

bbbbbbbbb
[publishpress_authors_box]

আর্জেন্টিনার ফুটবলে বোমাই পড়ল যেন। নারী জাতীয় দলের তিন ফুটবলার একসঙ্গে অবসর নিলেন বৈষম্য আর অপমানের প্রতিবাদ হিসেবে। লিওনেল মেসিদের ছেলেদের দলে যা একেবারেই অকল্পনীয়।

কোস্টারিকার বিপক্ষে শুক্রবার ও ৩ জুন দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টাইন নারী দল। এর আগে একসঙ্গে অবসর নিলেন গোলকিপার লরিনা অলিভেইরোস, ডিফেন্ডার জুলিয়েতা ক্রজ ও মিডফিল্ডার লরিনা বেনিতেজ।

অবসরের ঘোষণা দিয়ে জুলিয়েতা ক্রজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা অন্যায়ের শিকার, কেউ মূল্যায়ন করছে না, আর অপমানিত হতে হতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি শুধু কম বেতনের কথা বলছি না, সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চেও আমরা বৈষম্যের শিকার।’’

এমনিতে ছেলেদের দলের চেয়ে অনেক কম বেতন নারীদের। তারপর আবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচের জন্য পারিশ্রমিক দেওয়া হবে না নারী ফুটবলারদের। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের যুক্তি, ঘরের মাঠ বুয়েন্স আইরেসে ম্যাচ হবে বলে পারিশ্রমিক দেওয়া হবে না!

তাছাড়া অনুশীলন ক্যাম্পে খাওয়ানো হচ্ছে নিম্নমানের খাবার। ছোট্ট এক টুকরো মাংস, একটা কলা আর স্যান্ডউইচ দেওয়া হচ্ছে অনুশীলনের পর। লম্বা সময় অনুশীলন করে যা কোনও অ্যাথলেটের জন্য পর্যাপ্ত নয়।

 আর ম্যাচের সময় পরিবারের কাউকে গ্যালারিতে আনতে গেলে ফ্রি টিকিটের বদলে দিতে হয় ৫ ডলার। এসবের প্রতিবাদে একসঙ্গে অবসর নিলেন তিন ফুটবলার।

 একই রকম অভিযোগে গত বছর অবসর নিয়েছিলেন আর্জেন্টিনার মেয়েদের ফুটবলের সেরা তারকা এস্তেফানিয়া বানেনি। আতলেতিকো মাদ্রিদে খেলা এই তারকা সমর্থন করলেন তিন খেলোয়াড়কে, ‘‘কাউকে না কাউকে প্রতিবাদ করতেই হত। তোমাদের অভিনন্দন।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত