বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে।
বুধবার তাকে মুখপাত্র নিয়োগ দিয়ে একটি অফিস আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (এইচআরডি)।
আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত ব্যাংকার্স সিলেকশন কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আগের মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন
একই আদেশে তাকে সহযোগিতা করতে দুজন সহকারী মুখপাত্রও মনোনীত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এরা হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।
নতুন দায়িত্ব পালনের বিষয়ে আরিফ হোসেন খান সকাল সন্ধ্যাকে বলেন, “অতীতেও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব যেভাবে পালন করেছি, আশা করি সামনেও সেভাবে পালন করে যাব। নতুন দায়িত্ব বলে আলাদা কিছু নয়। আবার সব দায়িত্বই মানুষের প্রথমে নতুন লাগে। পরে অভ্যস্ত হয়ে যায়।”
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে অব্যহতি দেওয়া হয়। পরে ওই দায়িত্ব দেওয়া হয় নির্বাহী পরিকালক হুসনে আরা শিখাকে। এবার তাকেও দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হলো।
আরিফ হোসেন খান ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করার পর নিউপোর্ট বিশ্ববিদ্যালযয়ের ঢাকা ক্যাম্পাস থেকে এমবিএ করেন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন বিষয়ে।