শিরোপায় চোখ রেখে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ভারতের কাছে হারের পর সেই অভিযাত্রায় যুবারা ধাক্কা খেয়েছিলেন শুরুতেই। তবে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘুরিয়ে দাঁড়ায় তারা। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরিফুল ইসলাম খেলেন ১০৩ রানের ইনিংস।
যুব বিশ্বকাপে এটা আরিফুলের তৃতীয় সেঞ্চুরি। গত বিশ্বকাপে আরিফুল ইসলাম টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চার ইনিংসে ৮১.২৩ গড়ে করেছিলেন ২১৫ রান।
এবারের বিশ্বকাপে শুক্রবার করলেন আরেকটি সেঞ্চুরি। শুক্রবার ১০৩ বলে ৯ বাউন্ডারিতে ১০৩ রানে আউট হন আরিফুল। তাকে বোল্ড করেন আরায়া গ্রাগ।
এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আহরার আমিন ৪৯ বলে ৪৪ আর মোহাম্মদ রিজওয়ান করেন ৪০ বলে ৩৫ রান। ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান। ম্যাচটা জিতলে সুপার সিক্স নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
কিশোরগঞ্জ থেকে উঠে আসা আরিফুলের শুরুটা টেপ টেনিস খেলে। মায়ের হাত ধরে সাভারের বিকেএসপির ভর্তিযুদ্ধে এসে ব্যর্থ হন আরিফুল। এরপর একটি কোচিং ক্লাবে দীক্ষা নিয়ে পরেরবার সুযোগ পান দিনাজপুর বিকেএসপিতে। অনূর্ধ্ব-১৬ বিভাগীয় দলে সবচেয়ে বেশি রান করার পর চোখে পড়েন বিসিবির। তখন থেকে শুধুই এগিয়ে যাওয়ার পালা আরিফুলের। বাংলাদেশ এবারের বিশ্বকাপে যাদের ঘিরে ভালো কিছুর স্বপ্ন দেখছে,আরিফুল তার অন্যতম।