Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

শুটিং সেটের ছাদ ভেঙ্গে আহত বলিউড তারকা অর্জুন কাপুর

অর্জুন কাপুর সিলিং ভেঙ্গে পড়লো শুটিং
[publishpress_authors_box]

শুটিং সেটের ছাদ ভেঙ্গে আহত হয়েছিলেন বলিউড অভিনেতো অর্জুন কাপুর। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাওয়া সিনেমা মেরে হাজব্যান্ড কি বিবি’ এর শুটিং এর সময় এ ঘটনা ঘটেছিল। জানা যায়, উচ্চ শব্দে সৃষ্ট কম্পনের কারণেই এই ঘটনা ঘটেছে।

সিলিং ভেঙ্গে পড়ার ওই সময়ে শুটিং সেটে ছিলেন কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমরা মনিটরের কাছে ছিলাম। তখনই হঠাৎ ছাদ ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে পুরোটা ভেঙ্গে পড়েনি। অনেকেই আহত হওয়া থেকে বেঁচে গেছেন। তারপরও বেশ কয়েকজন আহত হয়েছেন।”

বিজয় গাঙ্গুলি আরও বলেন, সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফির দায়িত্বে যিনি আছেন , তার আঙ্গুল ভেঙ্গেছে। আর তিনি নিজে কনুই আর মাথায় আঘাত পেয়েছেন।

এই ঘটনার মধ্য দিয়ে বলিউডের পুরোনো শুটিং সেট এবং লোকেশন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ সামনে চলে এসেছে।

মিড ডে-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার গাঙ্গুলি বলেন, “এই পুরনো লোকেশনগুলো প্রায়ই শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়, এবং প্রোডাকশন কোম্পানি হিসেবে আমরা ধরেই নিই যে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়েছে। তবে অনেক সময় আমরা না চাইলে লোকেশনের নিরাপত্তা যথাযথভাবে যাচাই করা হয় না।”

সিলিং ভেঙ্গে পড়ার প্রতিক্রিয়ায় ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ও উপ-মুখ্যমন্ত্রীর কাছে ফিল্ম সেটগুলোর কঠোর নিরাপত্তা প্রোটোকলের গুরুত্ব তুলে ধরে চিঠি পাঠানো হয়েছে।

মেরে হাজব্যান্ড কি বিবি  সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অর্জুন কাপুর, ভূমি পেড়নেকার এবং রাকুল প্রীত সিং। মুদাসসর আজিজ পরিচালিত এই সিনেমাটি ২১শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।

নিজের এই কাজের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে আজিজ বলেন, “আমি সবসময় এমন বিনোদনমূলক সিনেমা বানানোর পক্ষপাতি, যেগুলো পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে আবার দর্শকরাও খুশি থাকবে।”

এই দুর্ঘটনার পরও, ‘মেরে হাজব্যান্ড কি বিবি এর সঙ্গে জড়িত কলাকুশলীরা সময়মতো শুটিং শেষ করার ব্যাপারে আশাবাদী।

অর্জুন কাপুর কতটা আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তারও আশা, সিনেমাটি নির্ধারিত সময়েই মুক্তি পাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত