বলিউডের কাপল মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জন খবরটি অবশেষে সত্যি বলে জানা গেলো।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেছেন ডাকসাইটে বলিউড প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন।
বলিউডের বহুল চর্চিত মালাইকা ও অর্জুন প্রেমকাহিনি। স্বামী আরবাজ খানের ঘর ছেড়ে নিজের থেকে ১২ বছরের ছোট অর্জুনের হাত ধরেছিলেন মালাইকা। বছরের পর পর এই সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। একটা সময় এই আলোচনাও ছিল যে কবে বিয়ে করছেন তারা।
অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স ছয় বছর। ২০১৮ সালে নিজের ৪৫তম জন্মদিনে মালাইকা প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে।
দুজনের সম্পর্কের টানাপড়েনের কথা সামনে আসে এই বছরের শুরুর দিকে। তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এবার বিচ্ছেদ গুঞ্জনে যেন আনুষ্ঠানিক সিলমোহর টানলেন অর্জুন।
হিন্দুস্থান টাইমস লিখেছে, কদিন আগে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দেওয়া দীপাবলি পার্টিতে গিয়েছিলেন অর্জুন। সেখানে কেউ কেউ অর্জুনকে দেখে মালাইকার নাম ধরে চিৎকার করতে থাকেন।
তখন হাসতে হাসতে অর্জুন বলেন, “না, এখন আমি সিঙ্গেল। আপনারা শান্ত হন প্লিজ।“
অর্জুনের কয়েক সেকেন্ডের এই ভিডিও নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ।
তার ঠিক পর দীপাবলির একদিন আগে মালাইকা নিজের সোশাল মিডিয়া পোস্টে লেখেন, “মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন সে আত্মাকে ছুঁয়ে থাকতে পারে।”
গত মাসে মালাইকার বাবা অনিল মেহতার মৃত্যুর পর অর্জুনকে সর্বক্ষণ তার পাশে থাকতে দেখা গিয়েছিল। তাতে অনেকে ধারণা করে নিয়েছিল তাদের সবকিছু ঠিক হয়ে গিয়েছে।



