Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

যেখানে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে হলান্ড

mmm
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

গত এক যুগ ফুটবল শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। অনেকে সর্বকালের সেরাও বলেন তাদের।

প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি থামতে চান ১০০০ গোলের মাইলফলকে । সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির গোলের রেকর্ডও চোখ ছানাবড়া করা।

সেই তুলনায় আর্লিং হলান্ডের কেবল শুরু। তবে শুরুটা আশা জাগানিয়াই করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। আর্সেনালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লক্ষ্যভেদ করে মাইলফলক ছুঁয়েছেন ম্যানসিটির হয়ে ১০০ গোলের।

এই কীর্তিতে পাশে বসেছেন ক্রিস্তিয়ানো রোনালদোর। ইউরোপের মর্যাদার পাঁচ লিগে এক ক্লাবের হয়ে দ্রুততম (১০৫ ম্যাচ) ১০০ গোলের রেকর্ড এখন এই দুজনের। রোনালদো রিয়ালের হয়ে ১০০ গোল করেছিলেন ১০৫ ম্যাচে।

২৪ বছর বয়সে অন্তত গোলের হিসেবে রোনালদো ও মেসিকে যোজন যোজন ব্যবধানে পেছনে ফেলেছেন হলান্ড। ২৪ বছর ৬৩ দিন বয়সে ২৭১ ম্যাচে হলান্ডের ক্যারিয়ার গোল ২৩৫টি।

একই বয়সে রোনালদো ৩১৩ ম্যাচে করেছিলেন ১১৭ গোল। হলান্ড তার চেয়ে এগিয়ে দ্বিগুণ ব্যবধানে। লিওনেল মেসি একই বয়সে করেছিলেন ২৭৪ ম্যাচে ১৮৪ গোল।

মেসি ও হলান্ড দুজনই খেলেছেন পেপ গার্দিওলার কোচিংয়ে। গার্দিওলার কোচিংয়ে ১০০ গোল করেছেন দুজনই। কিংবদন্তি এই কোচের অধীনে খেলে ১০০ গোল করা খেলোয়াড়রা হচ্ছেন মেসি (২১১), সের্হিয়ো আগুয়েরো (১২৪), রহিম স্টার্লিং (১২০) ও আর্লিং হলান্ড (১০০)।

এরই মধ্যে ২০২২-২৩ মৌসুমে ৩৬ গোল করেছেন হলান্ড, যা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ। ৪৮ ম্যাচে দ্রুততম ৫০ প্রিমিয়ার লিগ গোলের কীর্তিও তার। এতদিন যার দখলে রেকর্ডটা ছিল সেই অ্যান্ডি কোলের চেয়ে ১৭ ম্যাচ কম খেলেছেন হলান্ড।

চ্যাম্পিয়নস লিগেও দ্রুততম ৪০ গোলের রেকর্ডটা হলান্ডের। ৩৫ ম্যাচে করেছেন কীর্তিটা। রুড ফন নিস্টলরয় আগের রেকর্ডটা করেছিলেন ১০ ম্যাচ বেশি খেলে। এই ছন্দটা ধরে রাখতে পারলে কোথায় থামবেন হলান্ড?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত