Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নবমবার বিশ্বরেকর্ড গড়ে অলিম্পিক সোনা দুপ্লান্তিসের

নতুন বিশ্ব রেকর্ড গড়ে পোল ভল্টে সোনা জিতেছেন আরমান্দ দুপ্লান্তিস। ছবি: প্যারিস অলিম্পিক
নতুন বিশ্ব রেকর্ড গড়ে পোল ভল্টে সোনা জিতেছেন আরমান্দ দুপ্লান্তিস। ছবি: প্যারিস অলিম্পিক
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্যারিস অলিম্পিকে পোল ভল্টের সোনা নিশ্চিত হয়েছে আগেই, ৬ মিটার উচ্চতা পেরিয়ে। এরপর ৬ দশমিক ১০ মিটার উচ্চতা পেরিয়ে অলিম্পিক রেকর্ড গড়ার পালা। সেটাও করে ফেললেন। এবার লক্ষ্য আরও বড়। ৬ দশমিক ২৫ মিটার উচ্চতা পেরিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ার। ‘জাদুকর’ আরমান্দ দুপ্লান্তিস এই লক্ষ্যও পেরিয়ে গেলেন। নিজের রেকর্ড নিজে ভেঙে নতুন উচ্চতায় উঠলেন এই সুইডিশ তারকা।

পোল ভল্টে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন দুপ্লান্তিস। এ নিয়ে নবমবার রেকর্ড গড়লেন তিনি। গত এপ্রিলে শিয়ামেন ডায়মন্ড লিগে ৬ দশমিক ২৪ মিটার উচ্চতা পেরিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন দুপ্লান্তিস। সেটিই প্যারিসে এসে ভাঙলেন ২৪ বছর বয়সী তরুণ।

টোকিও অলিম্পিকের পর প্যারিসেও পোল ভল্ট থেকে সোনা জিতলেন দুপ্লান্তিস। পদকের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তার রেকর্ড ভাঙা-গড়ার সামর্থ্য। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। নতুন উচ্চতার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি।

কীভাবে বারবার রেকর্ড গড়ছেন, দুপ্লান্তিস নিজেও বুঝতে পারছেন না। সোনা জয়ের পর তিনি বলেছেন, “দারুণ এক মুহূর্ত। যদিও আমি ঠিক বুঝে উঠতে পারছি না। বিষয়গুলো এমন হচ্ছে যে, মনে হচ্ছে এটা বাস্তব না। মনে হচ্ছে কেউ আমার ওপর ভর করেছিল।”

রেকর্ড গড়া তার কাছে ডালভাত হয়ে দাঁড়িয়েছে। তবে এবারের রেকর্ডটা তার কাছে বিশেষ, “একজন পোল ভল্টারের কাছে সবচেয়ে বড় মঞ্চ অলিম্পিক। আমি সেখানে মাত্রই বিশ্ব রেকর্ড ভাঙলাম। অলিম্পিক মঞ্চে বিশ্ব রেকর্ড ভাঙার স্বপ্ন আমি শৈশব থেকেই দেখেছি।”

বিশ্ব রেকর্ড ভাঙার আগেই সোনা নিশ্চিত করেছিলেন দুপ্লান্তিস। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস, তিনি পেরিয়েছেন ৫.৯৫ মিটার উচ্চতা। আর ৫.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের ইমানুইলি কারালিস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত