Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সেনাপ্রধান অতি শীঘ্রই ছাত্র শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন : আইএসপিআর

শাহবাগে এক সেনা সদস্যকে ঘিরে রাখে আন্দোলনকারীরা।
শাহবাগে এক সেনা সদস্যকে ঘিরে রাখে আন্দোলনকারীরা।
[publishpress_authors_box]

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান অতি শীঘ্রই সকল ছাত্র শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এর আগে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা সেনানিবাসে সাংবাদিকদের জানান, গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

চলমান সহিংসতার নিহতের ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিয়ে সেনাপ্রধান বলেন, “প্রতিটি হত্যার বিচার করা হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে।”

জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আমাদের সাহায্য করুন।”

এই বক্তব্য দেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন জেনারেল ওয়াকার।

এই বৈঠকে বিএনপি, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলনের পাশাপাশি জামায়াতে ইসলামীর আমিরও ছিলেন বলে জানান তিনি। তবে আওয়ামী লীগের কেউ ছিল না।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে সোমবারই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ভারতে গেছেন।

সোমবার দুপুরের পর তিনি ঢাকা থেকে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছান। সেখান থেকে তার দিল্লি যাওয়ার খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত