Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
পুলিশপ্রধানের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার সিদ্ধান্ত

ss-police-army-8-8-24
[publishpress_authors_box]

দেশব্যাপী চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার বিকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এক ক্ষুদেবার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এতথ্য জানায়। সেনা সদরে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। 

বার্তায় বলা হয়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করে দেশে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহিনী প্রধানরা। বৈঠকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়।

এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত