Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
জুনিয়র এএইচএফ কাপ হকি

শ্রীলঙ্কার জালে ৭ গোল, অপির্তার ৪

অর্পিতা পালের দারুণ পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
অর্পিতা পালের দারুণ পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

সিঙ্গাপুরে চলমান জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটেই চলেছে। টুর্নামেন্টে মঙ্গলবার বাংলাদেশ ৭-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বাংলাদেশের এই জয়ে বড় অবদান অর্পিতা পালের। যিনি একাই করেছেন ৪ গোল। বাকি ৩টি গোল সোনিয়া খাতুন, আইরিন রিয়া ও নাদিরা এমার।  

আরেকটি গোল। আরও একবার উল্লাস বাংলাদেশের মেয়েদের।

এই জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে সবার শীর্ষে ওঠে গেল। শক্তিশালী চাইনিজ তাইপে এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।  

অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টে নারী বিভাগে সাতটি দল অংশগ্রহণ করছে। শীর্ষ চার দল জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয়ে বাংলাদেশ এশিয়া কাপের পথে অনেকটা এগিয়ে গেল।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন অপির্তা পাল। ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দুর্বল প্রতিপক্ষের সঙ্গে পরের ম্যাচগুলোতে বাংলাদেশের আরও পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালে বাংলাদেশের মেয়েদের দল প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ওই সময় অনভিজ্ঞ সেই দল মাত্র একটি জয় পায়। এবার অভিজ্ঞতা ও প্রস্ততির ফলে বেশ ভালো খেলছে এখন পর্যন্ত।

ম্যাচটিতে রিয়া আফরিনের গোলে বাংলাদেশ ২ মিনিটেই এগিয়ে যায়। দুই মিনিট পর শ্রীলঙ্কার রাজাপাকসে দিলানী টানা দুই গোল করলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। থাইল্যান্ড ও হংকংয়ের মতো মঙ্গলবার বাংলাদেশ ম্যাচের এক পর্যায়ে পিছিয়ে ছিল। প্রথম কোয়ার্টারে শ্রীলঙ্কা ২-১ স্কোরলাইনে এগিয়ে থেকে শেষ করে।

বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় কোয়ার্টার পুরোটাই বাংলাদেশের মেয়েরা আধিপত্য দেখিয়েছে। নাদিরা এমা ১৯ মিনিটে বাংলাদেশের হয়ে সমতা আনেন। এরপর ২৪-২৮ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন অর্পিতা পাল। থাইল্যান্ডের বিপক্ষেও তিনি জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছিলেন। অর্পিতা ঝড়ের পরপরই সোনিয়া খাতুন আরেকটি গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ৫ গোল আদায় করে ৬-২ স্কোরলাইন করে।

তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে অর্পিতা আরেকটি গোল করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল হয়নি। ফলে বাংলাদেশ ৭-২ গোলের বড় জয় পায়। এদিন বাংলাদেশ পুরুষ দলের ম্যাচ ছিল না।

বুধবার ছেলে  ও মেয়ে দুই দলেরই ম্যাচ রয়েছে। যেখানে পুরুষ দল থাইল্যান্ড ও  মেয়েদের দল চাইনিজ তাইপের বিপক্ষে লড়বে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত