Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কলম্বিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট গ্রেপ্তার

yu7
[publishpress_authors_box]

কোপা আমেরিকার ফাইনালের আগে ছিল বিশৃঙ্খলা। টিকিট ছাড়া দর্শকরা মাঠে ঢুকতে চাইলে তৈরি হয় বিশৃঙ্খলার, যে জন্য ফাইনাল শুরু হয়েছে বেশ দেরিতে। আবার ফাইনাল শেষে মাঠে নেমে কলম্বিয়ার খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রামোন হেসুরন।

 তিনি টানেলের যেখান দিয়ে আসতে চাইছিলেন সেখানে ছিল মিডিয়াকর্মীদের ভিড়। ‍পুলিশ আটকালে ক্রুদ্ধ হয়ে উঠেন রেমন। এরপর গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার করা হয়েছে রামোনের ছেলেসহ মোট ২৭ জনকে। তিনটি অভিযোগ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে, অথচ তিনি শুধু  কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টই নন, কনমেবলের অন্যতম সহ-সভাপতিও।

তর্কের সময় এক নিরাপত্তারক্ষী রামোন হামিল হেসুরুনের বুকে হাতের তালু দিয়ে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হেসুরুন সেই নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন। এরপর রাতে আটক করা হয় দুজনকে। ৭১ বছর বয়সী রামোন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন ২০১৫ সাল থেকেই।

ফাইনাল শেষে বিশৃঙ্খলা নিয়ে বিবৃতি দিয়েছে লাতিন ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। সেখানে তারা জানিয়েছে, ‘‘ফাইনালে দর্শকদের টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। পরিস্থিতি বিচারে গেটও বন্ধ করা হয়। এ নিয়ে কনমেবল হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটা অনুসরণ করা হয়নি সঠিকভাবে।’’

এজন্য দুঃখপ্রকাশও করেছে কনমেবল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত