Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামুনুল হক। ফাইল ছবি
মামুনুল হক। ফাইল ছবি
[publishpress_authors_box]

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই পরোয়ানা জারি করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রাকিব উদ্দিন।

তিনি জানান, এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছিলেন এক নারী।

২০২১ সালের ৩১ এপ্রিল করা ওই মামলার শুনানির নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। কিন্তু আদালতে হাজির হননি মামুনুল হক। সে কারণে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আইনজীবী আরও জানান, ওই মামলায় কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন মামুনুল হক। তবে জামিনের শর্ত ছিল আদালতে নির্ধারিত দিনে হাজির হতে হবে। কিন্তু মঙ্গলবার আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন মামুনুল।

আদালতের শর্ত ভঙ্গ করার অভিযোগে আদালত জামিন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত