ঢাকার আদালত থেকে এক আসামি পালিয়ে যাওয়ার পর তার পাহারায় থাকা দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
আরিফুল ইসলাম আরিফ নামে ওই আসামি ডাকাতির একটি মামলায় গ্রেপ্তার ছিলেন। এখন তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
গত ১৬ নভেম্বর হাতিরঝিল থানার একটি ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসাবে আরিফকে গ্রেপ্তার করা হয়েছিল। হেফাজতে রেখে এক দিন জিজ্ঞাসাবাদের পর রবিবার তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এরপর মহানগর আরিফুর রহমানের আদালত আরিফকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে তিনি আদালত থেকে পালিয়ে যান।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের সাংবাদিকদের বলেন, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কনেস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, তদন্তে তাদের অপরাধ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিভাগীয় মামলা করা হবে।
আরিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলেও জানান উপ-কমিশনার তারেক।
প্রসিকিউশন বিভাগ বাদী হয়ে এই মামলা করেন। একইসঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজ ও কাজল নামে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।