Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নিস্টলরয়ের শেষ ফের্নান্দেসের ২৫০, লন্ডন ডার্বি ড্র

ম্যানইউতে নিজের ২৫০তম ম্যাচটা ফের্নান্দেস স্মরণীয় করেছেন গোল করে। ছবি : এক্স
ম্যানইউতে নিজের ২৫০তম ম্যাচটা ফের্নান্দেস স্মরণীয় করেছেন গোল করে। ছবি : এক্স
[publishpress_authors_box]

এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ হয়েছিলেন রুড ফন নিস্টলরয়। চার ম্যাচ দায়িত্বে থেকে চারটিতেই অপরাজিত রইলেন তিনি। এর তিনটি জয় একটি ড্র। রবিবার প্রিমিয়ার লিগে তার শেষ ম্যাচে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রুনো ফের্নান্দেসের দল।

ম্যাচটা ছিল আবার ম্যানইউতে ফের্নান্দেসের ২৫০তম। মাইলফলকের ম্যাচটা তিনি স্মরণীয় করেছেন এক গোল করে। নিস্টলরয়ের অধীনে চার ম্যাচ খেলে প্রতিটিতেই একটি করে গোল করলেন তিনি। ম্যানইউর হয়ে ২৫০ ম্যাচে তার গোল ৮৩ আর অ্যাসিস্ট ৭২টি। অ্যালেক্স ফার্গুসন যুগের পর ক্লাবের সেরা সাইনিং ফের্নান্দেসই।

শেষ হলো ম্যানইউতে নিস্টলরয়ের চার ম্যাচের অধ্যায়। ছবি : এক্স

এছাড়া ম্যানইউর হয়ে অপর দুই গোলের একটি আত্মঘাতি আরেকট আলেহান্দ্রো গারনাচোর। ম্যাচ শেষে সমর্থকদের অভিবাদনের জবাব দেন নিস্টলরয়। তিনি বলেন, ‘‘অল্প সময়ের এই দায়িত্ব পালন করে আমি খুশি। এটা এক বা দুই ম্যাচ হতে পারত। তবে চার ম্যাচ দায়িত্ব পালন করাটা বিশেষ কিছু।’’

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে চেলসি-আর্সেনালের লন্ডন ডার্বি ড্র হয়েছে ১-১ গোলে। স্টামফোর্ড ব্রিজে আর্সেনাল ৬০ মিনিটে এগিয়ে গিয়েছিল গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ১১ মিনিট পরে চেলসির হয়ে সমতা ফেরান পেদ্রো নেতো।

গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে গেলেও জিততে পারেনি আর্সেনাল। ছবি : এক্স

১১ ম্যাচে সমান ১৯ পয়েন্ট আর্সেনাল ও চেলসির। তবে সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে চেলসি আর চারে আর্সেনাল। ১৫ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে ১১ নম্বরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত