পয়েন্ট টেবিলে মিউজিক্যাল চেয়ারের খেলা চলছে প্রিমিয়ার লিগে। আজ (শনিবার) ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি উঠে এসেছিল দুই নম্বরে। আর্সেনাল পিছিয়ে পড়ে তিনে।
সেই আর্সেনালই ৩-০ গোলে ব্রাইটনকে উড়িয়ে আবারও ফিরে পেয়েছে শীর্ষস্থান আর তিনে পিছেয়ে পড়েছে ম্যানসিটি। সমান ৩১ ম্যাচ শেষে গানারদের পয়েন্ট ৭১ ও ম্যানসিটির ৭০।
ব্রাইটন ০ : ৩ আর্সেনাল
প্যালেস ২ : ৪ ম্যানসিটি
এক ম্যাচ কম খেলা লিভারপুল দুইয়ে আছে ৩০ পয়েন্ট নিয়ে। নিজেদের ম্যাচ জিতলে অবশ্য এক নম্বরে উঠে আসবে মো সালাহদের দল।
ক্রিস্টাল প্যালেসের মাঠে তৃতীয় মিনিটেই জিয়ান ফিলিপসের গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। শুরুতে গোল হজম করে জেগে উঠেন কেভিন ডি ব্রুইনা-হলান্ডরা। ১৩ মিনিটে সমতা ফেরান ডি ব্রুইনা।
৪৭ মিনিটে রিকো লুইসের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ৬৬ মিনিটে গোল পান দুই ম্যাচ খরায় থাকা হলান্ড। জ্যাক গ্রিলিশের দারুণ পাস বল নিজের আয়ত্তে নিয়ে ডি ব্রুইনা দেন হলান্ডকে, যা জালে জড়াতে ভুল করেননি হলান্ড।
৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি ব্রুইনা। বক্সের বাইরে ডি ব্রুইনার সঙ্গে ওয়ান-টু খেলে গ্রিলিশ দিয়েছিলেন রদ্রিকে। রদ্রির পাস থেকেই লক্ষ্যভেদ ডি ব্রুইনার।
ম্যানসিটির চারটি গোলেই কোনও না কোনওভাবে অবদান ছিল গ্রিলিশের। ৮৬ মিনিটে প্যালেস ব্যবধান কমায় এদুয়ার্দের গোলে।
ব্রাইটনের মাঠে ৩৩ মিনিটে প্রথম গোল পায় আর্সেনাল। বুয়াকো সাকার পেনাল্টিতে এগিয়ে যায় মিকেল আরতেতার দল। জেসুস বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা।
David Raya is the first Spanish goalkeeper to keep a clean sheet in five consecutive Premier League away game. [BeIN] pic.twitter.com/kCGPhFHEFB
— AfcVIP⁴⁹ (@VipArsenal) April 6, 2024
৬২ মিনিটে কাই হাভার্টজ ও ৮৬ মিনিটে অপর গোলটি ত্রোসার। বাইলাইনের কাছাকাছি থেকে জর্জিনিয়োর কাটব্যাকে গোল করেছিলেন হাভার্টজ। ত্রোসার গোলটা ছিল হাভার্টজের থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে। এ নিয়ে প্রিমিয়ার লিগে সবশেষ ১১ ম্যাচের ম্যাচের ১০টি জিতল আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে টানা পাঁচ ম্যাচ গোল হজম করেননি তাদের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া। স্পেনের প্রথম গোলরক্ষক হিসেবে প্রিমিয়ার লিগে এই রেকর্ডটা এখন তার।