বিজয় দিবসে রাজধানীতে আয়োজিত হয় তিনটি কনসার্ট। এর মাঝে দুইটি কনসার্টের লাইন-আপে ছিল জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে দর্শক মাতালেও বিএনপি’র পৃষ্ঠপোষকাতায় আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে পারফর্ম করতে পারেনি দলটি।
তারকাবহুল কনসার্টটি সোমাবার বিকেল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যভিনিউ।
এতে গান পরিবেশন করেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এছাড়া ব্যান্ড দল নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।
সবার শেষে আর্টসেল পারফর্ম করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত করতে হয়। অত্যধিক জনসমাগম হওয়ায় বিচ্ছিন্ন কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটে কনসার্টটিতে।
এক ফেইসবুক পোস্টে আর্টসেল জানায়, কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায়, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয় আয়োজকরা। যার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি তার।
“আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে। সবশেষে ‘সবার আগে বাংলাদেশ’-কনসার্ট এ সঙ্গীতপ্রেমী বাঁধভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক। সবাইকে আমাদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা,” জনপ্রিয় ব্যান্ডটি পোস্টে লিখেছে।
এর আগে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে শুরু হয় বিজয়ের অনুষ্ঠান। নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এতে পারফর্ম করে ব্যান্ডদল আর্টসেল এবং লালন।