Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

৭০ হাজার কোটির মালিকের আইপিএলে দাম ৩০ লাখ!

ipl2
[publishpress_authors_box]

সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম কী? শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি না বিরাট কোহলি? শচীনের মোট সম্পত্তির দাম ১৭০ মিলিয়ন ডলার, ধোনির ১১১ আর কোহলির ৯২ মিলিয়ন ডলার।

জেনে অবাক হবেন এই তারকাদের কেউ নন, সবচেয়ে ধনী ক্রিকেটার হচ্ছেন আর্যমান বিরলা। ধারণা করা হয় তার সম্পত্তির মূল্য ৭০ হাজার কোটি রুপি। আদিত্য বিরলা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলাম বিরলার ছেলে তিনি।

শখের বসে নয়, আর্যমান ক্রিকেটকে নিয়েছিলেন পেশা হিসেবেই। ২০১৭-১৮ মৌসুমে রঞ্জি ট্রফি খেলেছেন মধ্যপ্রদেশের হয়ে। ৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ১ সেঞ্চুরিসহ করেছেন ৪১৪ রান।

প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি আছে আর্যমানের।

আর্যমান নিলামে নাম লিখিয়েছিলেন আইপিএলেও। ২০১৮ সালের নিলামে নাম নিবন্ধন করেছিলেন মাত্র ৩০ লাখ রুপি ক্যাটাগরিতে। রাজস্থান রয়্যালস তাকে কিনেও নেয় ৩০ লাখে।

রাজস্থান অবশ্য একাদশে খেলায়নি আর্যমানকে। দুই বছর পর তাকে ছেড়েও দেয় দলটি। তখনই শেষ হয়ে যায় ২২ বছর বয়সী সবচেয়ে ধোনী খেলোয়াড়টির ক্রিকেট ক্যারিয়ার। `মানসিক সমস্যায়’ সরে দাঁড়ান ক্রিকেট থেকে। খেলাটায় ফেরেননি আর।

রাজস্থানে বেন স্টোকস ও বাটলারের সঙ্গে।

নিজের ক্রিকেট নিয়ে আর্যমান বলেছেন, ‘‘একটা সময় সবাই নামের শেষে বিরলা দেখে মূল্যায়ন করত আমাকে। তবে যখন ব্যাট হাতে রান করতে থাকলাম তখন থেকে দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। সবাই শ্রদ্ধা করতে থাকে ক্রিকেটার হিসেবে। এটা বড় পাওয়া আমার।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত