Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

শিথিল কারফিউতে যেমন ছিল ঢাকা

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ, এ সময়ের মধ্যে তীব্র যানজটে পড়েছিল ঢাকা। ছবি : সকাল সন্ধ্যা
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ, এ সময়ের মধ্যে তীব্র যানজটে পড়েছিল ঢাকা। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার বনানী এলাকায় কারফিউ শিথিলের সময় দেখা গেছে তীব্র যানজট। পাশেই আগুনের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে সেতু ভবন। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার বনানী এলাকায় কারফিউ শিথিলের সময় দেখা গেছে তীব্র যানজট। পাশেই আগুনের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে সেতু ভবন। ছবি : সকাল সন্ধ্যা
তিন দিন সাধারণ ছুটির শেষে অফিস খোলার দিনে সচিবালয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সকাল সন্ধ্যা
তিন দিন সাধারণ ছুটির শেষে অফিস খোলার দিনে সচিবালয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সকাল সন্ধ্যা
আগুনে বিদ্যুৎ ও পানির লাইন পুড়ে যাওয়ায় নাগরিক সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছে বিআরটিএ। ছবি : সকাল সন্ধ্যা
আগুনে বিদ্যুৎ ও পানির লাইন পুড়ে যাওয়ায় নাগরিক সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছে বিআরটিএ। ছবি : সকাল সন্ধ্যা
কারফিউ শিথিল হওয়ার পর মতিঝিল এলাকায় কর্মচাঞ্চল্য ফেলে। ছবি : সকাল সন্ধ্যা
কারফিউ শিথিল হওয়ার পর মতিঝিল এলাকায় কর্মচাঞ্চল্য ফেলে। ছবি : সকাল সন্ধ্যা
সীমিত ব্যাংকিং আওয়ারে ভিড় ছিল মতিঝিলের সোনালী ব্যাংকের শাখায়। ছবি : সকাল সন্ধ্যা
সীমিত ব্যাংকিং আওয়ারে ভিড় ছিল মতিঝিলের সোনালী ব্যাংকের শাখায়। ছবি : সকাল সন্ধ্যা
সাধারণ ছুটি শেষে মুখর হয়েছে শিক্ষা ভবন। ছবি : সকাল সন্ধ্যা
সাধারণ ছুটি শেষে মুখর হয়েছে শিক্ষা ভবন। ছবি : সকাল সন্ধ্যা
পথে ছিল গণপরিবহন কম, ফলে অফিসের জন্য বেরিয়ে বিপাকে পড়েছিলেন ঢাকার মানুষ। বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা
পথে ছিল গণপরিবহন কম, ফলে অফিসের জন্য বেরিয়ে বিপাকে পড়েছিলেন ঢাকার মানুষ। বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় যানবহনের চাপ বলতে গেলে ছিলই না। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় যানবহনের চাপ বলতে গেলে ছিলই না। ছবি : সকাল সন্ধ্যা
মাতুয়াইল এলাকায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাস থামাতে চেষ্টা করেন স্থানীয়রা। ছবি : সকাল সন্ধ্যা
মাতুয়াইল এলাকায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাস থামাতে চেষ্টা করেন স্থানীয়রা। ছবি : সকাল সন্ধ্যা
শনির আখড়া এলাকায় ছিল যানজট, পথে ছিল সেনা সদস্যদের টহলও। ছবি : সকাল সন্ধ্যা
শনির আখড়া এলাকায় ছিল যানজট, পথে ছিল সেনা সদস্যদের টহলও। ছবি : সকাল সন্ধ্যা
পথে নেই বাস, অটোরিকশাও হাতে গোনা। এ অবস্থায় শিশুসহ যানবাহনের অপেক্ষায় সাধারণ মানুষ। ছবিটি শনির আখড়া থেকে তোলা। ছবি : সকাল সন্ধ্যা
পথে নেই বাস, অটোরিকশাও হাতে গোনা। এ অবস্থায় শিশুসহ যানবাহনের অপেক্ষায় সাধারণ মানুষ। ছবিটি শনির আখড়া থেকে তোলা। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিনভর ছিল এমন নীরব। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিনভর ছিল এমন নীরব। ছবি : সকাল সন্ধ্যা
মধুর ক্যান্টিনে নেই চির চেনা ব্যস্ততা। সেই সুযোগেই বোধহয় জিরিয়ে নিচ্ছে কুকুরটি। ছবি : সকাল সন্ধ্যা
মধুর ক্যান্টিনে নেই চির চেনা ব্যস্ততা। সেই সুযোগেই বোধহয় জিরিয়ে নিচ্ছে কুকুরটি। ছবি : সকাল সন্ধ্যা
শিক্ষক আন্দোলনের ব্যানার-চেয়ার রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে নেই শিক্ষকদের আনাগোনা। এমন খালি পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলা। ছবি : সকাল সন্ধ্যা
শিক্ষক আন্দোলনের ব্যানার-চেয়ার রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে নেই শিক্ষকদের আনাগোনা। এমন খালি পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলা। ছবি : সকাল সন্ধ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে ছিল রোগীদের ভিড়। ছবি : সকাল সন্ধ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে ছিল রোগীদের ভিড়। ছবি : সকাল সন্ধ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের কাউন্টারের সামনে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়। ছবি : সকাল সন্ধ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের কাউন্টারের সামনে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়। ছবি : সকাল সন্ধ্যা
জীবন বহমান, যেন তার প্রমাণ দিতেই কারফিউ শিথিলের সময়টুকু মুখর হয়ে ছিল ঢাকা নিউমার্কেট। ছবি : সকাল সন্ধ্যা
জীবন বহমান, যেন তার প্রমাণ দিতেই কারফিউ শিথিলের সময়টুকু মুখর হয়ে ছিল ঢাকা নিউমার্কেট। ছবি : সকাল সন্ধ্যা
কারফিউয়ের ফাঁকে প্রয়োজনীয় জিনিসটি কিনতে নিউমার্কেটে এসেছিলেন অনেকে। ছবি : সকাল সন্ধ্যা
কারফিউয়ের ফাঁকে প্রয়োজনীয় জিনিসটি কিনতে নিউমার্কেটে এসেছিলেন অনেকে। ছবি : সকাল সন্ধ্যা
ক্রেতাকে পছন্দ অনুযায়ী টুপি বের করে দেখাচ্ছেন এক দোকানী। ছবি : সকাল সন্ধ্যা
ক্রেতাকে পছন্দ অনুযায়ী টুপি বের করে দেখাচ্ছেন এক দোকানি। ছবি : সকাল সন্ধ্যা
কারফিউ শিথিলের ফাঁকে পসরা সাজিয়ে বসেছেন নিউমার্কেটের দোকানিরা। ক্রেতারাও খুঁজে নিচ্ছেন প্রয়োজনীয় পণ্যটি। ছবি  : সকাল সন্ধ্যা
কারফিউ শিথিলের ফাঁকে পসরা সাজিয়ে বসেছেন নিউমার্কেটের দোকানিরা। ক্রেতারাও খুঁজে নিচ্ছেন প্রয়োজনীয় পণ্যটি। ছবি : সকাল সন্ধ্যা
কারফিউয়ের ফাঁকে চলার ব্যস্ত সময়টুকুতেও এসেছে বৃষ্টির বাগড়া। ছবি : সকাল সন্ধ্যা
কারফিউয়ের ফাঁকে চলার ব্যস্ত সময়টুকুতেও এসেছে বৃষ্টির বাগড়া। ছবি : সকাল সন্ধ্যা
বৃষ্টিস্নাত গুলিস্তান এলাকা। ছবি : সকাল সন্ধ্যা
বৃষ্টিস্নাত গুলিস্তান এলাকা। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন