Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কুশল মেন্ডিসকে সরিয়ে দিল শ্রীলঙ্কা

কুশল মেন্ডিসকে সরিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক করা হয়েছে চারিথ আসালঙ্কাকে। ছবি: টুইটার
কুশল মেন্ডিসকে সরিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক করা হয়েছে চারিথ আসালঙ্কাকে। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে চারিথ আসালঙ্কাকে। ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ফরম্যাট তার নেতৃত্বেই খেলছে লঙ্কানরা। এবার ওয়ানডের নেতৃত্ব ভারও তুলে দেওয়া হলো আসালঙ্কার কাঁধে। কুশল মেন্ডিসকে সরিয়ে ৫০ ওভারের ফরম্যাটে শ্রীলঙ্কা নতুন অভিযান শুরু করতে যাচ্ছে তার অধিনায়কত্বে।

আসালঙ্কাকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচকেরা। এই নির্বাচক কমিটিই গত ডিসেম্বরে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক করেছিল কুশল মেন্ডিসকে। এর আগে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর স্থায়ী দায়িত্ব পেলেও বেশি দিন টিকতে পারলেন না কুশল।

যদিও তার নেতৃত্বে শ্রীলঙ্কা দারুণ সময় কাটিয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন কুশল। এই উইকেটকিপার ব্যাটারের অধিনায়কত্বে আট ওয়ানডের ছয়টিতে জিতেছিল লঙ্কানরা।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের টানা দুই সিরিজ জয়ের পর বাংলাদেশের মাটিতে সিরিজ হারে ২-১ ব্যবধানে। ব্যক্তিগত পারফরম্যান্স ঠিক রেখে কুশল দলীয় সাফল্য এনে দিলেও শ্রীলঙ্কার নির্বাচকেরা অন্য পথে হাঁটলেন। নতুন নেতৃত্ব আনলেন আসালঙ্কাকে দায়িত্ব দিয়ে।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার তিনটি ওয়ানডেই হবে কলম্বোয়। ২ আগস্ট শুরু হবে ৫০ ওভারের লড়াই। শেষ দুটি ওয়ানডে হবে যথাক্রমে ৪ ও ৭ আগস্ট।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ভানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়ে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্ডো।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত