Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বিচারক নিয়ে মন্তব্য করায় আইনজীবী আশরাফকে আপিল বিভাগের তলব

ss-barister ashraf-9-6-24
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারক ও কয়েকজন আইনজীবীকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফকে তলব করেছে আপিল বিভাগ। 

আগামী ২৯ আগস্ট তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। সেই সময় পর্যন্ত তার আইনি পেশা পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

আইনজীবী আশরাফুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী এ কিউ এম জাকারিয়া। তার এ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।

তিনি বলেন, ফেইসবুক লাইভে একজন বিচারক ও কয়েকজন আইনজীবীকে নিয়ে মন্তব্য করায় ব্যারিস্টার আশরাফুল ইসলামকে তলব করা হয়েছে। তার বক্তব্যগুলো সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এসময় আশরাফুলের কোনও মন্তব্য প্রকাশ না করতেও গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারাঙ্গণের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। এর আগে ২০২১ সালে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ দাবি করে ফেইসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করায় তাকে তলব করা হয়েছিল। সে সময় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত