ঢাকার আশুলিয়া এলাকার সব তৈরি পোশাক কারখানা খুলছে। শ্রমিক অসন্তোষের কারণে যে ১১৯ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল একদিন আগে, সেগুলোও।
আশুলিয়া এলাকার কারখানা মালিক ও পোশাক খাতের শ্রমিক ইউনিয়নের নেতাদের দীর্ঘ এক বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিজিএমইএ ভবনে এই বৈঠক চলে।
তারপর সংবাদ সম্মেলনে এসে সভার সিদ্ধান্ত জানানো হয়। সেখানে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, পোশাক শিল্প মালিক, সাবেক সংসদ সদস্য এ কে আজাদ এবং শ্রমিক প্রতিনিধি হিসাবে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ উপস্থিত ছিলেন।
সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হল- কোনও শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না, শ্রমিক নিয়োগে নারী-পুরুষ ভেদাভেদ হবে না, শ্রমিকদের টিফিনের জন্য ১০ টাকা বেশি বরাদ্দ দেওয়া হবে এবং হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়ানো হবে।
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল বলেন, মঙ্গলবার সব কারখানা খোলা থাকবে। আশুলিয়া অঞ্চলের কারখানা মালিক এবং আরএমজি ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সম্ভাব্য সমাধানের জন্য একটি দীর্ঘ বৈঠক হয়েছে। ছয় ঘণ্টার বেশি আলোচনার পর উভয় পক্ষই সম্মত হয়েছে।
শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, “এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী আমরা কাল কাজে ফিরব এবং কাজ চালিয়ে যাব।
“আমাদের দাবি থাকলে তা নিয়ে আমরা এবারের মতো করেই বিজিএমইএর কাছ থেকে বুঝে নেব। আমরা আমাদের সম্পদ রক্ষা করব, উৎপাদন করব এবং নিজেদের দাবি নিয়েও সচেষ্ট থাকব।”