Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

অশ্বিন ৪৯৯ নটআউট

টেস্টে ৪৯৯ উইকেট অশ্বিনের। সতীর্থদের অভিনন্দন। ছবি : এক্স
টেস্টে ৪৯৯ উইকেট অশ্বিনের। সতীর্থদের অভিনন্দন। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রথম ইনিংসটা নিজের করে নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। বল হাতে আগুন ঝড়িয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ভারতের সময়ের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ছিলেন উইকেটহীন।

বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অবশ্য চেনা চেহারায় অশ্বিন। চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তাতে ৩৯৯ রান তাড়া করতে নামা ইংল্যান্ড ১৯৪ রানে হারিয়ে বসে ৬ উইকেট।

 ‘বাজবল’ ক্রিকেট খেললেও ম্যাচ বাঁচানো বেন স্টোকসের দলের জন্য কঠিন এখন। জ্যাক ক্রাউলি ৭৩ রান, বেন ডাকেট ২৮, রেহান আহমেদ ২৩, অলি পোপ ২৩, জো রুট ১৬ আর জনি বেয়ারস্টো আউট হয়েছেন ২৬ রান করে। ইংল্যান্ডের শেষ ভরসা  হয়ে লড়াই করে চলেছেন অধিনায়ক বেন স্টোকস ও উইকেটরক্ষক বেন ফোকস।

সোমবার ৩ শিকারে টেস্টে ৫০০ উইকেটের দুয়ারে অশ্বিন। ৯৭ টেস্টে এই অফস্পিনারের উইকেট ৪৯৯টি। ভারতীয় বোলারদের মধ্যে ৫০০ বা বেশি উইকেটের কীর্তি আছে কেবল অনিল কুম্বলের। ১৩২ টেস্টে এই কিংবদন্তির উইকেট ৬১৯টি। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেটের রেকর্ডটা শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের।

সোমবার ৩ উইকেট নিয়ে অশ্বিন একটি কীর্তিতে পেছনে ফেলেছেন ভগবত চন্দ্রশেখরকে। ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ৯৫ উইকেট ছিল চন্দ্রশেখরের। তাকে পেছনে ফেলে অশ্বিনের উইকেট এখন ৯৭টি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত