Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

এশিয়ার সেরা মহাব্যবস্থাপকের স্বীকৃতি পেলেন অশ্বিনী নায়ার

অশ্বিনী নায়ার।
অশ্বিনী নায়ার।
[publishpress_authors_box]

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার এশিয়ার সেরা মহাব্যবস্থাপকের স্বীকৃতি পেয়েছেন।

পর্যটন ও আতিথেয়তা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিএমও এশিয়া ও ওয়ার্ল্ড ফেডারেশন অব হসপিটালিটি প্রফেশনালসের পক্ষ থেকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

অশ্বিনী একজন জ্যেষ্ঠ হোটেল ব্যবস্থাপক। তিনি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে আতিথেয়তা খাতে কাজ করছেন। এই খাতে বিক্রয় ও বিপণনে প্রায় আঠারো বছরের জ্ঞান তাকে গ্রাহক সন্তুষ্টি ও বাজারে শীর্ষস্থানীয় রিটার্ন তৈরিতে সাহায্য করেছে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে যোগ দেওয়ার আগে তিনি আইএইচজি হোটেল ও এসডব্লিউএ রিসোর্টসের আঞ্চলিক মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করের।

হোটেল ও রেস্টুরেন্ট উদ্বোধন, হোটেলের কর্মক্ষমতা পুনরুদ্ধার, সংকটের সময় পরিচালনা ও নেতৃত্ব দান এবং বিলাসবহুল হোটেল ও মিশেলিন তারকা রেস্টুরেন্ট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা মহাব্যবস্থাপক, আইএইচজিআই ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড, ইএমইএ অঞ্চলের বছর সেরা মহাব্যবস্থাপকের পুরস্কারসহ একাধিক স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি ফোর্বস ম্যাগাজিন ইন্ডিয়ার ‘শীর্ষ ১০০ নেতার’ তালিকাতেও স্থান পান।

অশ্বিনীর কর্মদক্ষতার কারণে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সম্প্রতি ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড, ব্রিটিশ কারি লাইফ অ্যাওয়ার্ড, এসএটিএ অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ ট্রাভেল, ট্যুারিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডও পেয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত