এশিয়া কাপে সাকিব আল হাসান, তামিম ইকবালদের কোনও শিরোপা নেই। তবে মেয়েদের এশিয়া কাপ জিতেছেন নিগার সুলতানারা। ২০১৮ সালে ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতে বাংলাদেশ।
এবার শ্রীলঙ্কায় হওয়া এশিয়া কাপে সেই ভারতকে সেমিফাইনালেই পেল বাংলাদেশ। তাদের এড়াতে গ্রুপ পর্বে জিততে হতো শ্রীলঙ্কার সঙ্গে। সেই ম্যাচটা স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ হারে ৭ উইকেটে। এরপর থাইল্যান্ডকে হারিয়ে বাঁচিয়ে রাখে সেমিফাইনালের আশা।
গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারের টিকিট পায় নিগার সুলতানার দল। আগামীকাল ডাম্বুলায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। গত আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের সেমিফাইনালে পৌঁছানোটা অবশ্য সাফল্যই। ১৯১ রানের পুঁজি গড়ে মালয়েশিয়াকে ৭৭ রানে অলআউট করাটাও জানন দেয় নিগারদের সার্মথ্য।
৮০ রানের ইনিংসে বাংলাদেশের এই জয়ে বড় অবদান মুর্শিদার। তার ৫৯ বলের ইনিংসটি সাজানো ১ ছক্কা ও ১০ চারে। তিনে নেমে ২ ছক্কা ও ৫ চারে ৩৭ বলে ৬২ রান করেছিলেন অধিনায়ক নিগার।
বোলিংয়ে নাহিদা আক্তার ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন দুই উইকেট। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা জাহানারা আলমের শিকার এক উইকেট। একটি করে উইকেট নেন সাবিকুন নাহার জেসমিন, রাবেয়া খাতুন, রিতু মনি ও স্বর্ণা আক্তার।