প্যারিস অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার স্বপ্ন নিয়ে ইন্দোনেশিয়া যাওয়া বাংলাদেশ দল প্রথম দিনেই উপহার দিল হতাশা। জাকার্তায় আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে এশিয়া অলিম্পিক বাছাই শুটিংয়ের দুটি ইভেন্ট। এতে অংশ নেন বাংলাদেশের শুটাররা।
ছেলে ও মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের বাছাই রাউন্ড পেরিয়ে চূড়ান্ত পর্বে যেতে পারেননি কেউই। ছেলেদের বিভাগের ১০ মিটার এয়ার পিস্তলে আলিফ নূর করেছেন ৫৬৪ স্কোর। তিনি ৫৫ জনের মধ্যে হয়েছেন ৪২তম।
আরেক শুটার পিয়াস হোসেন করেছেন ৫৫৫ স্কোর। তিনি ৫৫ জনের মধ্যে হয়েছেন ৪৯তম।
মেয়েদের একমাত্র প্রতিযোগি আনজিলা আমজাদ অন্তু মেরেছেন ৫৫২। তিনি ৪৯ জনের মধ্যে হয়েছেন ৪৭তম।
কোটা প্লেস পেতে হলে কমপক্ষে ফাইনাল রাউন্ডে উঠতেই হতো শুটারদের। কিন্তু ফাইনাল রাউন্ড দূরের কথা, সেরা দশের মধ্যেও যেতে পারেননি বাংলাদেশের কেউ।