Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আর্চারি উৎসবের জন্য প্রস্তুত ঢাকা, এশিয়ার সভাপতি নির্বাচনে চপল

a1
[publishpress_authors_box]

৩০ দেশ নিয়ে বাংলাদেশে শুরু হচ্ছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫। ঢাকার জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে ৮ দিন চলবে আসর। টুর্নামেন্টের উদ্বোধন ৮ নভেম্বর আর শেষ হবে ১৪ নভেম্বর। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

এবারের আসরে অংশ নেবেন ৩০টি দেশের আর্চার। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে মোট ১০টি ইভেন্টে হবে পদকের লড়াই। সব মিলিয়ে ২০৯ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে যাচ্ছে (সংখ্যা বাড়তে পারে)। আছেন ১১৯ পুরুষ ও ৯০ মহিলা আর্চার। রিকার্ভ ইভেন্টে ১১৭ ও কম্পাউন্ড ইভেন্টে ৯২ জন অংশ নেবেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন আর্চাররা।

পাশাপাশি ৮ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া কংগ্রেস ও নির্বাচন। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করছেন। ৩২টি দেশের প্রতিনিধিরা কংগ্রেসে অংশ নিবেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তীর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস এবং কংগ্রেস নিয়ে কথা বলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করছেন।

সভাপতি ড. মোঃ মোখলেস উর রহমান বলেন, “এবার যে আর্চারির কংগ্রেস হবে। উনি (কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল) যদি ইলেক্টেড হন, তাহলে দক্ষিণ কোরিয়া থেকে এশিয়ান আর্চারি অফিস চার বছরের জন্য বাংলাদেশে আসবে। আমরা খুব আশাবাদী।”

তিনি আরও যোগ করেন “এবারের চ্যাম্পিয়নশিপে ফিলিস্তিন এই পরিস্থিতিও এসেছে, লেবানন এসেছে, ভারত-পাকিস্তান এসেছে। বন্ধু দেশ নেপাল ও আফগানিস্তান আসছে। আমরা পুরো টুর্নামেন্টের জন্যই জাতীয় স্টেডিয়াম বরাদ্দ পেয়েছিলাম। ফুটবল ফেডারেশনের একটা প্রোগ্রাম থাকায় দুই দিন আমরা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যাচ্ছি এই আয়োজন করতে।”

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সভাপতি পদে নির্বাচন করা নিয়ে জানালেন, ‘‘সবার অনুরোধে আমি এবার সভাপতি পদে দাঁড়িয়েছি। এর আগে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলাম সর্বোচ্চ ভোট পেয়ে। সবার সহযোগিতা পেলে, দোয়া পেলে আশা করি, এবার এশিয়ার সভাপতি হতে পারব, ইনশাআল্লাহ।’’

এশিয়ান আর্চারির চ্যালেঞ্জ নিয়ে চপল জানালেন, ‘‘ফিলিস্তিনের অসহায়ত্বের কথা আপনারা জানেন। অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে আনার ব্যবস্থা করছি তাদের। লেবানন, সিরিয়া আছে, ইয়েমেন আছে, আরও অনেক দেশ আছে তাদের এলওসির মাধ্যমে বিশেষ প্রনোদনা দিয়ে আনা হচ্ছে। এবার যদি আমাদের ভালো সাফল্য আসে, তাহলে আমরা আরেক ধাপ এগিয়ে যাব।’’

তিনি আরও যোগ করেন, “আমরা যখন ২০২৩ সালে ব্যংককে বিড করি। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত ও চীন। ভারত আমাদের ছেড়ে দিয়েছিল। চীন অনেক শক্তিশালী দেশ, ওরা সব কিছু পারে, ওদের সবকিছু আয়োজনের সামর্থ্য ভালোভাবে আছে, কিন্তু ভোটাভুটিতে আমরা বেশি ১৪-১০ ভোট পেয়ে এই আসরের আয়োজক হয়ে গেলাম।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত