কত কাণ্ড অ্যাডিলেডে! এই শহরে এলেই অদ্ভুতুড়ে সব ব্যাপার ঘটে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে। ২০২২ সালের নভেম্বরে জন্মদিনের অনুষ্ঠানে এক বন্ধুর পেছনে ছুটতে গিয়ে পড়ে যান ম্যাক্সওয়েল। পা ভাঙায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ আর বিগ ব্যাশের পুরো মৌসুম খেলা হয়নি তার।
এ বছরের ১৯ জানুয়ারি একটি প্রদর্শনী গলফে অংশ নিতে ম্যাক্সওয়েল যান অ্যাডিলেডে। এরপর সন্ধ্যায় গিয়েছিলেন ব্রেট লির ব্যান্ড সিক্স অ্যান্ড আউটের একটি শো দেখতে। সেখানে মদ্যপানও করে ড্রেসিংরুমে অচেতন হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হাসপাতালে।
সেই অ্যাডিলেডে কাল (রবিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সমান যৌথ সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি এখন তার। ম্যাচের আগে নাকি ম্যাক্সওয়েল জানতেন সেঞ্চুরি করতে চলেছেন তিনি।
হঠাৎ জ্যোতিষী হওয়ার ঘটনাটা বললেন এভাবে,‘‘আমার মনে হচ্ছিল দলের কেউ একজন সেঞ্চুরি করবে। কে হাতে পারে সে? হৃদয় বলছিল আমিই করব! শেষ পর্যন্ত তাই হল। দারুণ উইকেট এটা। এমন ভালো উইকেটে ব্যাট করেছি খুব কম সময়।’’
মাতাল হয়ে হাসপাতালে যাওয়ার ঘটনা জানাজানির পর ঝড়ই বয়ে গিয়েছিল ম্যাক্সওয়েলের ওপর দিয়ে। সেই কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘‘আমার চেয়েও আমার পরিবারের ওপর বেশি প্রভাব ফেলেছে এ ঘটনা। জানতাম আমার সে সপ্তাহে ছুটি আছে। তবে অবশ্যই ওই ঘটনা আদর্শ কিছু নয়। আমি দ্রুতই ভুলে গেছি। সোমবারই অনুশীলনে ফিরেছি। তাই সব ঠিকঠাক আছে বলব। কোচ, বেইলস (প্রধান নির্বাচক জর্জ বেইলি) সবাই দুর্দান্ত ছিল।’’