১৯৮৩-৮৪ মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জিতেছিল আথলেতিক বিলবাও। কোপা দেল রেতে সেটি ছিল তাদের ২৩তম শিরোপা, যা তখন পর্যন্ত সবচেয়ে বেশি শিরোপার রেকর্ড।
এরপর ছয়বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বিলবাও। হারতে হয়েছে ছয়বারই। সবশেষ দুই ফাইনালে হার ২০২০ ও ২০২১ সালে। এর মাঝে ২০১২ সালে হেরেছে ইউরোপার ফাইনাল।
অবশেষে ৪০ বছর আর সাতটি ফাইনাল হারার পর শিরোপা খরা কাটল স্প্যানিশ ঐতিহ্যবাহী দলটির। রিয়াল মায়োর্কাকে টাইব্রেকারে ৪-২’এ হারিয়ে কোপা দেল রে জিতল তারা, যা চার দশক পর প্রথম কোনও শিরোপা ক্লাবটির। নির্ধারিত সময়ে ১-১ সমতা ছিল ম্যাচে।
বিলবাওয়ের দায়িত্বে এখন বার্সার সাবেক কোচ এর্নেস্তো ভালভের্দে। তিনি জানালেন, ‘‘জীবনে যা জিতেছে তার সঙ্গে এই শিরোপার কোনও তুলনা হবে না। এটা একেবারে বিশেষ কিছু। ছেলেরা অনেক ত্যাগ স্বীকার করেছে এটার জন্য।’’
ম্যাচে বিলবাওয়ের বলের দখল ছিল ৬৮.৫ শতাংশ। তারা পোস্টে শট নেয় ৩০টি। মায়োর্কা শট নিয়েছিল ১৩টি। তবু বিলবাও পারেনি একটির বেশি গোল আদায় করতে। শুরুতে আবার পিছিয়ে ছিল তারাই।
২১তম মিনিটে কর্নার থেকে ফিরতি বল ধরে লক্ষ্যভেদ করেন দানি রদ্রিগেস। বিলবাওয়ের ওইয়ান সানসেট সমতা ফেরান ৫০ মিনিটে।
টাইব্রেকারে চারটি শটই জালে জড়ান বিলবাওয়ের ফুটবলাররা। মায়োর্কার মানু মোরলেন্সের শট ঠেকান দেন বিলবাওয়ের গোলকিপার ইউলেন আগেরজেবালা। আরেকটি শট মিস করেন নেমানিয়া রাদোনিচ। তাতেই ৪০ বছর পর শিরোপার উচ্ছ্বাসে ভাসে লা লিগায় পাঁচ নম্বরে থাকা দলটি।