Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

গুলি খেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়।
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
সমাবেশস্থলের পাশের একটি ভবন থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলির শব্দ শুনেই মঞ্চে বসে পড়েন তিনি। তাকে ঘিরে ধরে সিক্রেট সার্ভিসের এজেন্টরা।
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে মঞ্চে বসে পড়েন ডোনাল্ড ট্রাম্প। সেসময় তার কান ও গাল দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে।
উঠে দাঁড়ানোর পর সমর্থকদের উদ্দেশে ডোনান্ড ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলেন, ‘ফাইট, ফাইট, ফাইট’।
ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মঞ্চ ত্যাগ করছেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা।
হামলার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ডান কানের উপরের অংশ গুলিতে ফুটো হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার পরপরই সমাবেশস্থল খালি হয়ে যায়।

আরও পড়ুন