সাভার প্রাণিসম্পদ অফিসে হামলা ও লুটপাটের দৃশ্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় হামলায় ক্ষতিগ্রস্ত উপজেলা প্রাণিসম্পদ অফিস শনিবার পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “সেদিন হামলাকারীদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল প্রাণিসম্পদের সাভারের এই অফিসটি। অফিসটিতে হামলা চালিয়ে যেভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে, তাতে মনে হয়েছে এদের সঙ্গেই তাদের (হামলাকারীদের) একটি যুদ্ধ ছিল এবং তাদের সঙ্গেই যুদ্ধ করেছে।”
তিনি বলেন, “একটি অফিসের কর্মকর্তার কক্ষের যে কমোড, সেই কমডোটা পর্যন্ত ভেঙে চুরমার করেছে। অফিসের আলমারি, ফ্রিজ, এসি, টেবিল চেয়ার এগুলো নিঃশেষ করেছে। এটি আর বলার আমাদের ভাষা নাই। এই নারকীয় তাণ্ডব যারা ঘটিয়েছে, তাদের চেহারা, তাদের চরিত্র ৭১ সালকে মনে করিয়ে দেয়। এই হামলাকারীরা তাদেরই উত্তরসূরি।”
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরসহ সরকারি দপ্তরে যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. রেয়াজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঘিরে সাভারের বিভিন্ন এলাকায় সংঘাত-সহিংসতায় অনেকে হতাহত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সাভার বাজার বাসস্ট্যান্ডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজ্জাদুর রহমানসহ অন্যান্য কর্মচারীদের পিটিয়ে অফিস থেকে বের করে দেয়। পরে হামলাকারীরা কম্পিউটার ও এসিসহ অফিসের মালামাল লুট করে নিয়ে যায়।